দেখতে দেখতে ২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষের দিকে। রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স—এই চার দল আগামীকাল মাঠে নামবে প্লে অফের লড়াইয়ে। কে হবে চ্যাম্পিয়ন হবেন, কার হাতে উঠবে টুর্নামেন্ট সেরার পুরস্কার—এসব নিয়ে আলোচনা বেশ জমে উঠেছে। ড্যারেন স্যামির মতে, বিপিএলসেরা হবেন সাকিব আল হাসান।
এবারের বিপিএলের শুরুর দিকে ‘অর্ধেক’ সাকিবকে পেয়েছিল রংপুর রাইডার্স। একাদশে থাকলেও তাঁকে নিয়মিত ব্যাটিংয়ে দেখা যেত না। অথচ তিনি বোলিং করছেন নিয়মিতই। ব্যাটিংয়েও বেশ ধুঁকতে থাকেন। সেই সাকিব এখন আছেন টুর্নামেন্ট সেরার লড়াইয়ে। ১৬৮.২৪ স্ট্রাইকরেট ও ২৭.৬৭ গড়ে করেন ২৪৯ রান। বোলিংয়ে ৬.২৩ ইকোনমিতে নেন ১৭ উইকেট। স্যামির দৃষ্টিতে, সাকিব বিপিএলের সেরা খেলোয়াড়। যেখানে এর আগে বিপিএলে ৯ বারের মধ্যে ৪ বারই টুর্নামেন্টসেরার পুরস্কার জিতেছেন সাকিব। এক ভিডিও বার্তায় স্যামি বলেন, ‘আপনারা যেহেতু জানেন, আমি একজন অলরাউন্ডার। সাকিব আল হাসানের পক্ষেই আমি থাকছি। ব্যাটিংয়ে রান করছে, বোলিংয়ে উইকেট নিচ্ছে। আমার বিবেচনায় সবচেয়ে মূল্যবান ক্রিকেটার সে। তবে তাওহীদকেও (হৃদয়) আপনি বাদ দিতে পারবেন না। সে যেভাবে ছক্কা মারছে, রান করছে, তাতে সেও একজন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।’
বিপিএল ইতিহাসে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। যার মধ্যে সর্বশেষ দুবারের চ্যাম্পিয়ন তারা। কুমিল্লা হ্যাটট্রিক শিরোপা জিতবে বলে মনে করেন স্যামি। যেখানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামীকাল প্রথম কোয়ালিফায়ারে খেলবে কুমিল্লা ও রংপুর। ব্যাটিং-বোলিংয়ে কুমিল্লা এবার দুর্দান্ত পারফর্ম করছে। স্যামির ভাষ্য, ‘আমার মতে, চ্যাম্পিয়ন হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তারা এই মুহূর্তে অনেক দারুণ খেলছে। আমার পছন্দ তাই কুমিল্লা ভিক্টোরিয়ানস।’
আরও পড়ুন: