হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ডকে বাগে পেয়েও হারাতে পারল না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইংল্যান্ড: ২০ ওভারে ১১৮ / ৭
বাংলাদেশ: ২০ ওভারে ৯৭ / ৭
ফল: ইংল্যান্ড ২১ রানে জয়ী।

প্রথম ম্যাচে স্কটিশদের বিপক্ষে ১১৯ রান করেই জিতেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। গতকাল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় ১১৯ করলেই জিতে যেত বাংলাদেশ। কিন্তু মেয়েদের ক্রিকেটে স্কটল্যান্ড আর সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মধ্যে যে বিস্তর ফরাক, বাংলাদেশকে ২১ রানে হারিয়ে সেটাই দেখালেন হিথার নাইট, সোফি একলেস্টনরা।

শারজায় টস জিতে ব্যাটিং বেছে নিয়ে ৭ উইকেটে ১১৮ রান তোলে ইংল্যান্ড। জবাবে বাংলাদেশ ২০ ওভার খেললেও ৭ উইকেটে ৯৭ রানের বেশি তুলতে পারেনি।

ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি জ্যোতিদের। দলীয় ১৭ রানে দুই ওপেনার সাথি রানী (৭) ও দিলারা আক্তারকে (৬) হারিয়ে ফেলে বাংলাদেশ। তৃতীয় উইকেটে জুটিতে এই জোড়া ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা অবশ্য করেছিলেন নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। কিন্তু ব্যক্তিগত ১৫ রানে জ্যোতি আউট হয়ে ভাঙে ৪৪ বলে গড়া দুজনের ৩৫ রানের জুটি। ইনিংসের ১২ তম ওভারে অধিনায়কের বিদায়ের পরের ওভারেই লিনসি স্মিথের শিকার হয়ে স্বর্ণা আক্তার (২) ফিরে গেলে বিপাকে পড়ে বাংলাদেশ। বাড়তে থাকে আস্কিং রানরেট। যার সঙ্গে মানিয়ে পরের কোনো ব্যাটারই ব্যাট করতে পারেননি। সোবহানা মোস্তারি ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন। ৪৮ বরে খেলা তাঁর ইনিংসটিতে আছে ১টি চার ও ১টি ছয়। ২টি করে উইকেট নেন লিন্ডসি স্মিথ (২ / ১১) ও চার্লি ডিন (২ / ২২)।

এর আগে প্রথমে ব্যাট করা ইংল্যান্ডকে দুই ওপেনার মারিয়া রাউচিয়ার ও ড্যানি ওয়াট-হজ ৪৮ রানের দারুণ এক সূচনা এনে দেন। অবশ্য শুরুতেই বাউচিয়ারকে ফেরানোর আরেকটি মোক্ষম সুযোগ পেয়েছিলেন মারুফা। ইনিংসের পঞ্চম ওভারে রাবেয়া খান ক্যাচ ফেলে দেন ইংলিশ ব্যাটারের। রাবেয়া অবশ্য সেটির প্রায়শ্চিত্ত ঠিকই করেছেন, দুই ওভার পরই বাউচিয়ারকে (২৩) ফিরিয়ে দিয়ে।

তাতেই শ্লথ হয়ে আসে ইংলিশদের রানের চাকা। ৭ ওভার শেষে তাদের স্কোর ৫০ / ১, রানরেট ৭.১৪। আরও ৬ ওভার পর ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৪ / ৮১, রান রেট ৬.২৩। বাংলাদেশকে দ্রুত লড়াইয়ে ফেরান স্পিনাররা। ১১৮ রান করতে ইংলিশরা যে ৭ উইকেট হারিয়েছে তার পাঁচটিই নিয়েছেন স্পিনাররা। ২ উইকেট নিয়েছেন পেসার রিতু মনি। সমান ২ উইকেট করে নিয়েছেন নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন।

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন