হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়ায় তাহলে যাচ্ছেন হাসান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অস্ট্রেলিয়ায় যেতে পারেন হাসান মাহমুদ। ছবি: ক্রিকইনফো

এইচপি ও বাংলাদেশ ‘এ’ দল চট্টগ্রামে দুই দিনে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। তবে বৈরী আবহাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। প্রথম দিনে মাঠ প্রস্তুত করা নিয়ে সমস্যা থাকলেও দ্বিতীয় দিনের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।

এইচপি-বাংলাদেশ ‘এ’ দলের দুটি টি-টোয়েন্টি ম্যাচ দেখতে চট্টগ্রামে ছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। যদিও ম্যাচগুলো থেকে প্রত্যাশিত পারফরম্যান্স মেলেনি। তবে ফাহিম মনে করছেন, এখানে ভবিষ্যতের ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন। গণমাধ্যমকে ফাহিম বলেন, ‘অস্ট্রেলিয়া সফরটি দারুণ একটি সুযোগ—বিশেষ করে যারা বড় পর্যায়ে খেলতে চায় তাদের জন্য। এই সফরে ভালো করলে বিশ্বকাপ দলের ভাবনায় চলে আসার সুযোগ তৈরি হবে। যদিও বিষয়টি নির্বাচকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।’

বিসিবি সূত্রে জানা গেছে, ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন পেসার হাসান মাহমুদ। যদিও ফাহিম এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেননি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, ‘এখানে যারা প্রস্তুতি নিচ্ছে, তাদের কেউ কেউ এশিয়া কাপ কিংবা অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা পাবেন। জাতীয় দলের বাইরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারকে এখানে দেখা হচ্ছে। এদের মধ্যেই তিন-চারজন আছে, যারা যেকোনো সময় জাতীয় দলে ফিরতে পারে। হাসান মাহমুদও সেই পরিকল্পনার অংশ।’

বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আজকের পরিত্যক্ত ম্যাচটি আগামীকাল বেলা সাড়ে ১১টায় খেলার কথা রয়েছে। ম্যাচ শেষেই অস্ট্রেলিয়া সফর সামনে রেখে ‘এ’ দলের দল ঘোষণা হতে পারে।

এদিকে নাহিদ রানা সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব পেয়েছেন বলে জানা গেছে। শ্রীলঙ্কা সফরের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি ছিলেন না। তাতে এশিয়া কাপের দলে তাঁর থাকা নিয়েও রয়েছে সংশয়। কারণ, সেপ্টেম্বরে এশিয়া কাপ নিয়েই ব্যস্ত থাকবে বাংলাদেশ ক্রিকেট দল।

বিপিএল খেলতে বাধা রইল না পাকিস্তানি ব্যাটারের

ভারত সিরিজে খেলতে পারবেন তো নিউজিল্যান্ডের এই ক্রিকেটার

জোড়া সেঞ্চুরি করে র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন বিরাট কোহলি

ভারতে তিন ক্রিকেটারের বিরুদ্ধে কোচকে গুরুতর জখমের অভিযোগ

আমিরাতের লিগে রশিদ খানের ওভারে পাড়ার ক্রিকেটের দৃশ্য

তবু অস্বস্তিতে দিন পার করল নিউজিল্যান্ড

পাঁচ মাস পর অধিনায়ক হয়েই ফিরছেন কামিন্স

বুমরার বিতর্কিত উইকেটে ‘জড়িত’ এক ভারতীয় আম্পায়ার

মাটি চুরির ঘটনায় তদন্ত কমিটি চান পাইলট

আকবরের হাত ধরে শিরোপা পুনরুদ্ধার করল রংপুর