হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে খেলতে না পারার ‘ক্ষতিপূরণ’ পেয়েছেন তাসকিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ আফ্রিকায় গত বছর মার্চে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ছন্দে ছিলেন তাসকিন আহমেদ। তাঁর অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশ প্রথমবার দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ জিতেছিল ওয়ানডে সিরিজ। ওই সময় আইপিএল খেলার প্রস্তাবও পেয়েছিলেন তাসকিন। কিন্তু সিরিজ চলায় বিসিবির অনুমতি পাননি তিনি। আইপিএল খেলতে অনুমতি না দেওয়ায় পরে বিসিবি তাঁকে ‘ক্ষতিপূরণ’ও দিয়েছে। 

আজ মিরপুরে সাংবাদিকদের তাসকিন বলছিলেন, ‘বোর্ড আমাকে একটা সম্মানী দিয়েছে। সেটা নিয়ে কোনো আক্ষেপ নেই আমার। আসলে জাতীয় দলে খেলাটাই আমার মূল লক্ষ্য। এখানে যদি ধারাবাহিক খেলতে পারি, ভালো করি, আজ না হয় কাল একটা সুযোগ আসবেই। দিন শেষে জাতীয় দলে খেলতেই তো কষ্ট করা, ওটা যদি ঠিক থাকে ফ্র্যাঞ্চাইজি এমনিই হবে।’ 

একবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে অনুমতি না দেওয়ায় মোস্তাফিজুর রহমানকেও বেশ ‘আর্থিক ক্ষতি’ পুষিয়ে দিয়েছিল বিসিবি। এবার পিএসএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিনও। সামনে ইংল্যান্ড সিরিজ থাকায় তিনি সে প্রস্তাব ‘না’ করে দিয়েছেন। তাসকিনের ভাবনাজুড়ে এখন এই সিরিজ। তাসকিনের ভাবনাজুড়ে এখন এই সিরিজ। ঘরের মাঠে নিজের লক্ষ্য জানাতে গিয়ে তাসকিন বলেছেন, ‘ইংল্যান্ড বিশ্বের সব সংস্করণে দারুণ ক্রিকেট খেলছে। আমরা সেরা ক্রিকেট খেললে আমাদের সে সামর্থ্য আছে ওদের সঙ্গে জেতার। সহজ হবে না, কিন্তু তাই বলে তো ছেড়ে দিলে চলবে না। আশা নিয়ে যেতে হবে, নিজেদের সেরা দিয়ে জিততে হবে এবং সেটাই করব।’ 

প্রতিপক্ষ বোলারদের সঙ্গে নিজেদের প্রতিযোগিতা নিয়ে তাসকিন বললেন, ‘আমরা আমাদের সঙ্গে প্রতিযোগিতা করব। ওদের সঙ্গে প্রতিযোগিতা করে লাভ নেই। ওরা ওদের মতো বল করবে। আমরা যদি আমাদের সেরাটা বল করতে পারি, তাহলে জেতার সুযোগ থাকবে এবং ওটাতে খুশি। ম্যাচ জিততে পারলেই হবে।’

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি