আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের নারী আম্পায়াররা। বাংলাদেশ থেকে চারজনকে আম্পায়ার ডেভেলপমেন্ট প্যানেলে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার আহমেদ মিঠু।
সেই চার আম্পায়ার হলেন সাথীরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানী সরকার ও চম্পা চাকমা। মাঠে তাঁদের পারফরম্যান্স এবং আইসিসিতে পাঠানো তথ্যাদির ওপর ভিত্তি করে আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে। বিসিবিকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, তথ্যাদি পর্যালোচনা করার পর, আপনাদের নিশ্চিত করতে পেরে আনন্দিত যে সাথীরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানী সরকার এবং চম্পা চাকমাকে বাংলাদেশের সদস্য হিসেবে আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলে আম্পায়ার হিসেবে যোগ করা হবে।
আইসিসি আরও জানিয়েছে, বাংলাদেশের সুপ্রিয়া রানী দাসকে আইসিসি আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলে যোগ করা হবে। দ্রুতই অনলাইনে তালিকায় তাঁদের নামগুলো লিপিবদ্ধ করবে আইসিসি।