হোম > খেলা > ক্রিকেট

করোনা আতঙ্কে আইসোলেশনে মোস্তাফিজের দল

ফিজিওর এবার দিল্লি কাপিটালসের ক্রিকেটারও করোনায় আক্রান্ত হয়েছেন। মোস্তাফিজুর রহমানের দল এমনিতেই পয়েন্ট তালিকায় ভালো অবস্থানে নেই। এর মধ্যে আবার  ধাক্কা খেল করোনায়। দলের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায়  গোটা দল এখন আইসোলেশনে।

আগেই জানা গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট এবং এক সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। এবার দলের এক বিদেশি ক্রিকেটারের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ফল পজিটিভ এসেছে। নিশ্চিত হওয়ার জন্য আরটি-পিসিআর পরীক্ষা করা হবে। আরও এক সাপোর্ট স্টাফ আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। সব মিলিয়ে দিল্লি শিবিরে এখনো পর্যন্ত চারজনের করোনা ধরা পড়েছে।

আগামী ২০ এপ্রিল পুনেতে দিল্লির ম্যাচ আছে। কিন্তু করোনা শঙ্কায় আপাতত তারা পুনে যাচ্ছে না। খেলোয়াড় ও দলের অন্যান্য সদস্যরা আইসোলেশনে আছেন। আজ ও কাল  প্রতিটি খেলোয়াড় এবং সদস্যের ঘরে ঘরে গিয়ে করোনা পরীক্ষা করা হবে।

দিল্লির ফিজিও প্যাট্রিক ফারহার্ট কনোর আক্রান্ত হওয়ার পর শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে  মাঠে নেমেছিল দিল্লি। খেলা হলেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পন্তদের বোর্ডের তরফে অনুরোধ করা হয়েছিল যেন তাঁরা বিপক্ষ দলের কোনো সদস্যের সঙ্গে হ্যান্ডশেক না করেন।

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত