হোম > খেলা > ক্রিকেট

২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল শ্রীলঙ্কা

কয়েক প্রজন্মের ক্রিকেটাররা বিদায় নিয়েছেন, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের খরা কাটাতে পারছিল না শ্রীলঙ্কা ক্রিকেট দল। অবশেষে ২৭ বছর পর সেই খরা কাটাল তারা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বিরাট কোহলি-রোহিত শর্মাদের ভারতকে ১১০ রানের বড় ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা। 

ভারত-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে হয়েছিল টাই। দ্বিতীয় ম্যাচে জেফ্রি ভ্যান্ডারসের ঘূর্ণি জাদুতে ৩২ রানে দারুণ জয়ে সিরিজে এগিয়ে পায় স্বাগতিকেরা। আগের দুই ম্যাচের মতো শেষ ওয়ানডেতেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা। আভিস্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিসের জোড়া ফিফটির কল্যাণে ৭ উইকেটে ২৪৮ রান তোলে তারা। জবাবে দুনিত ভেল্লালাগের স্পিন বিষে নাকাল হয়ে ১৩৮ রানে থেমে যায় ভারতের ইনিংস। 

ভারতের বিপক্ষে সর্বশেষ ১৯৯৭ সালে ওয়ানডে সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা। আর্জুনা রানাতুঙ্গা-মারভান আতাপাত্তুরা জিতিয়েছিলেন সেবার। সব মিলিয়ে ভারতের বিপক্ষে তৃতীয়বারের মতো ওয়ানডে সিরিজ জিতল তারা। আরেকটি সিরিজ জিতেছিল ১৯৯৩ সালে। 

টি-টোয়েন্টি সংস্করণে সিরিজ জিতে গৌতম গম্ভীরের কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে ওয়ানডে সংস্করণে হলো হতাশার শুরু। ১৪৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে সর্বোচ্চ ৩৫ রান এসেছে অধিনায়ক রোহিতের ব্যাট থেকে। ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ওয়াশিংটন সুন্দর করেছেন ৩০ রান। সিরিজজুড়ে ব্যাটিং ব্যর্থতা থেকে বেরোতে পারেননি ভারতীয় ব্যাটাররা। ২৭ রানের বিপরীতে ৫টি উইকেট নিয়েছেন লঙ্কান স্পিনার ভেল্লালাগে। 

তার আগে ব্যাটিংয়ে নেমে বড় স্কোরের ইঙ্গিত দিয়েছিল শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতেই তারা তোলে ৮৯ রান। তবে পরবর্তীতে দ্রুত উইকেট হারায়। যদিও ২৪৮ রানের স্কোর গড়েই তারা জয় ছিনিয়ে নিয়েছে। দল জিতলেও সেঞ্চুরির আক্ষেপে পুড়লেন ওপেনার আভিস্কা। ১০২ বলে ৯৬ রানে রিয়ান পরাগের শিকার হন তিনি। 

এ ছাড়া কুশল মেন্ডিস ৫৯ ও পাতুম নিসাঙ্কার ব্যাট থেকে এসেছে ৪৫ রান। অভিষিক্ত পরাগ ৫৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ব্যাট হাতে অবশ্য রাঙাতে পারেননি অভিষেক, করেছিলেন ১৫ রান।

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও