হোম > খেলা > ক্রিকেট

আড়াই দিনে সবই জিতল ইংল্যান্ড

ওভাল টেস্ট জিততে ইংল্যান্ডের আড়াই দিনও লাগেনি। নির্দিষ্টভাবে বললে সোয়া দুই দিন। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ওভাল টেস্ট পাঁচ দিনের জায়গায় নেমে এসেছিল তিন দিনে। শোককে শক্তিতে পরিণত করে সোয়া দুই দিনেই ওভাল টেস্ট জিতে নিয়েছে ইংলিশরা। ৯ উইকেটের জয় পেয়েছে বেন স্টোকসের দল। আর এতে তিন টেস্টের সিরিজ ইংল্যান্ড জিতেছে ২–১ ব্যবধানে। 

বিরূপ আবহাওয়া আর রানির মৃত্যুতে প্রথম দুদিন খেলা না হওয়ায় ওভাল টেস্টের ফল দেখা যাবে কি না, এটা নিয়ে ছিল সংশয়। এ সংশয়-টংশয় দূর করে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে আড়াই দিনে। তৃতীয় দিন খেলা শুরুর পরই দেখা যায় উইকেটের বৃষ্টি। 

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১১৮ রানে। জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করতে পারে ১৫৮ রান। গতকাল দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৬৯ রানে গুটিয়ে গেলে ইংলিশদের লক্ষ্য দাঁড়ায় ১৩০ রান। চতুর্থ দিন শেষেই জয়ের আভাস পাচ্ছিল ইংল্যান্ড। 

১৩০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ইংলিশরা চতুর্থ দিন শেষ করে বিনা উইকেটে ৯৭ রান তোলে। আজ শেষ দিনে ইংল্যান্ডের দরকার ছিল আর ৩৩ রান। ১ উইকেট হারিয়ে সকালের সেশনেই জয়ের দেখা পেয়ে যায় স্বাগতিকেরা। জ্যাক ক্রলি অপরাজিত ছিলেন ৬৯ রানে। 

ম্যাচসেরা হয়েছেন ইনিংসে ৫ উইকেটসহ ৭ উইকেট নেওয়া ওলি রবিনসন আর সিরিজসেরা বেন স্টোকস আর কাগিসো রাবাদা। 

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ