হোম > খেলা > ক্রিকেট

শান্তদের বিভ্রান্ত না করার আহ্বান বিসিবি সভাপতির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: বিসিবি

নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নানা গুঞ্জন গত বছরের অক্টোবর থেকেই। তিন সংস্করণেই অধিনায়ক হিসেবে শান্ত খুব বেশি দিন চালিয়ে যেতে পারেননি। গত মাসে টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারালেন। এ মাসে শ্রীলঙ্কা সফরের আগে গেল ওয়ানডে অধিনায়কত্বও। একটা টেস্ট সিরিজ চলার সময়ে তাঁর টেস্ট অধিনায়কত্ব নিয়েও আলোচনা হচ্ছে।

কাল অধিনায়কত্বের আলোচনা নিয়ে শান্ত বলেন, ‘আলোচনা তো আগে থেকেই হচ্ছে। আলোচনা হতে থাক। এই মুহূর্তে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কারণ দুইদিন পরে টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই।’ আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও শান্তর অধিনায়কত্ব নিয়ে বিভ্রান্ত না ছড়ানোর আহ্বান জানালেন।

দুপুরে ঢাকা সেনানিবাসে সেনাসদরে বাংলাদেশের সব ক্রীড়া ফেডারেশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের অলিম্পিক ফেডারেশনের প্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অলিম্পিক ডের উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের একটা সিরিজ চলছে। সিরিজের মাঝে আমরা তাদের বিভ্রান্ত না করি। প্রথম টেস্টে (গলে) দেখলাম জোড়া সেঞ্চুরি করল শান্ত। সে দারুণ ফর্মে আছে। ভালো অধিনায়কত্ব করেছে। ইনশা আল্লাহ সে চালিয়ে যাবে।’

ময়মনসিংহের ত্রিশালে ১৭৩ একর জমিতে হতে যাওয়া অলিম্পিক কমপ্লেক্সে যুক্ত হতে চায় বিসিবি। বুলবুল বিষয়টি নিয়ে বললেন, ‘একটা বিশাল কমপ্লেক্স হচ্ছে। যেটা আমাদের প্রেসিডেন্ট মহোদয় (অলিম্পিক প্রেসিডেন্ট) নিজে উদ্যোগ নিয়ে সেনাবাহিনীর জায়গায় ত্রিশালে করছেন। ওটা হয়ে গেলে ধরেন বাংলাদেশের প্রতিটি স্পোর্টসের স্কিল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট—সবই অন্য পর্যায়ে চলে যাবে। আমরা তাকিয়ে আছি কমপ্লেক্সটার দিকে। আমরা এই জার্নিতে তাদের অংশ হতে চাই।’

থানায় জিডি করলেন বিসিবি সভাপতি

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের খোঁচা

না খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ

‘নিজেদের দোষেই বিশ্বকাপ খেলতে পারছে না বাংলাদেশ’

বাংলাদেশকে বাদ দেওয়া আইসিসির সঠিক সিদ্ধান্ত মনে করছেন ইংল্যান্ডের ক্রিকেটার

আগেভাগেই বিশ্বকাপ নিশ্চিত করা বাংলাদেশের কাছে উড়ে গেল স্কটল্যান্ড

কমলগঞ্জে কোয়াব কাপে চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স

‘বিসিবি পরিচালকের ফোনের কথাবার্তা ফিক্সিংয়ের সঙ্গে জড়িত কি না, তা আমাদের ব্যাপার না’

‘বিশ্বকাপ কাভার করতে সরকারের পক্ষ থেকে কোনো জিও ইস্যু করব না’