হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপের পর অবসরে যাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

নিউজিল্যান্ডের নারী ক্রিকেটার সোফি ডিভাইন অবসরের ঘোষণা দিয়েছেন। ছবি: ক্রিকইনফো

নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি তিন মাসের বেশ কিছু সময়। হাইব্রিড মডেলে ভারত ও শ্রীলঙ্কায় হবে আইসিসির এই ইভেন্ট। টুর্নামেন্ট মাঠে গড়াতে এখনো অনেক সময় বাকি থাকলেও নিউজিল্যান্ডের সোফি ডিভাইন জানিয়ে দিয়েছেন অবসরের দিনক্ষণ।

উপমহাদেশে হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপ শেষে এই সংস্করণ থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ডিভাইন। নিউজিল্যান্ডের বর্তমান ওয়ানডে অধিনায়ক বলেন, ‘সরে যাওয়ার জন্য এটাই উপযুক্ত সময় মনে হয়েছে। এনজেডসি’র পূর্ণ সমর্থন পেয়ে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। এর অর্থ আমি এখনো হোয়াইট ফার্নসদের অনেক কিছু দিতে পারবো। সবার জানা উচিত সরে যাওয়ার আগে এই দলকে সবকিছু উজাড় করে দিতে চাচ্ছি।’

কেইন উইলিয়ামসন, মিচেল স্যান্টনারদের মতো নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলও দুর্ভাগা। আইসিসি ইভেন্টে একের পর এক ফাইনালে উঠে শিরোপা খুইয়েছেন নিউজিল্যান্ডের মেয়েরাও। এখন পর্যন্ত আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দল দুইবার শিরোপা জিতেছে। ২০০০ ওয়ানডে বিশ্বকাপের পর গত বছর হোয়াইট ফার্নসরা জিতেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিউজিল্যান্ডের মেয়েদের ২৪ বছরের আইসিসি ইভেন্টের শিরোপাখরা ঘুচেছে ডিভাইনের নেতৃত্বেই। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলা কতদিন চালিয়ে যাবেন, সেই ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি। বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে এখন নিয়মিত ডাক পাচ্ছেন ৩৫ বছর বয়সী এই নারী ক্রিকেটার। সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনা কম।

২০২২ সালে সবশেষ আয়োজিত নারী ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। সেবার টুর্নামেন্টের আয়োজক ছিল নিউজিল্যান্ড। তিন বছর পর এবার উপমহাদেশে অস্ট্রেলিয়া নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্যে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও আয়োজক ভারত সরাসরি ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বাংলাদেশ ও পাকিস্তান বাছাইপর্ব উতড়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে।

ভারত-পাকিস্তানের মধ্যে সমস্যার সমাধান হাইব্রিড মডেলের মাধ্যমে গত বছরের শেষে দিয়েছে আইসিসি। ২০২৭ পর্যন্ত আইসিসির যে কয়টি টুর্নামেন্টের আয়োজক ভারত-পাকিস্তান, সেক্ষেত্রে অপর দলগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। যেখানে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তান থাকলেও ভারত তাদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। এবারও একই নিয়ম মেনে নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচগুলো পাকিস্তান খেলবে কলম্বোতে।

থানায় জিডি করলেন বিসিবি সভাপতি

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের খোঁচা

না খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ

‘নিজেদের দোষেই বিশ্বকাপ খেলতে পারছে না বাংলাদেশ’

বাংলাদেশকে বাদ দেওয়া আইসিসির সঠিক সিদ্ধান্ত মনে করছেন ইংল্যান্ডের ক্রিকেটার

আগেভাগেই বিশ্বকাপ নিশ্চিত করা বাংলাদেশের কাছে উড়ে গেল স্কটল্যান্ড

কমলগঞ্জে কোয়াব কাপে চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স

‘বিসিবি পরিচালকের ফোনের কথাবার্তা ফিক্সিংয়ের সঙ্গে জড়িত কি না, তা আমাদের ব্যাপার না’

‘বিশ্বকাপ কাভার করতে সরকারের পক্ষ থেকে কোনো জিও ইস্যু করব না’