হোম > খেলা > ক্রিকেট

ভারতের পারফরম্যান্স দেখে শিখতে বললেন রমিজ  

সাদা বলের ক্রিকেটে চলতি বছর বেশ দুর্দান্ত পারফরম্যান্স করছে ভারত। ঘরের মাঠে টানা দুই ওয়ানডে সিরিজ জিতল ভারতীয়রা। ভারতীয় ক্রিকেট দলের ধারাবাহিক পারফরম্যান্স থেকে পাকিস্তানকে শিখতে বললেন রমিজ রাজা।

শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে ২০২৩-এর শুভসূচনা করেছিল ভারত। টি-টোয়েন্টির পর ওয়ানডেতে ভারত রীতিমতো অপ্রতিরোধ্য। গুনে গুনে টানা পাঁচটি ওয়ানডে জিতেছে ভারতীয়রা, যার শুরুটা ভারত করেছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করে। যেখানে ১৫ জানুয়ারি তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩১৭ রানের রেকর্ড ব্যবধানে হারিয়েছেন রোহিতরা। এই ধারাবাহিকতায় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিয়েছে ভারত।

ঘরের মাঠে ভারতের এমন দুর্দান্ত পারফরম্যান্স অন্যান্য দলের শেখা উচিত বলে মনে করেন রমিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, ‘ভারতের মাঠে ভারতকে হারানো বেশ কঠিন। পাকিস্তানসহ অন্যান্য উপমহাদেশের দলের ভারতের থেকে শেখা উচিত। পাকিস্তানে অনেক প্রতিভা আছে, তবে ম্যাচ জয় বা সিরিজ জয়ের বিচারে ভারতের মতো ধারাবাহিক না। বিশ্বকাপের বছরে এটা ভারতের জন্য ভিন্ন এক মাইলফলক।’

ভারতের মতো পাকিস্তানও এ বছর এখন পর্যন্ত সব ম্যাচ খেলেছে নিজেদের মাঠে। ১ টেস্ট ও ৩ ওয়ানডে—এই চার ম্যাচের সবই খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। টেস্ট ম্যাচ ড্র করলেও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায় পাকিস্তান, যেখানে সিরিজের প্রথম ওয়ানডেতে কিউইদের ৬ উইকেটে হারিয়েছিল পাকিস্তানিরা।

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন