হোম > খেলা > ক্রিকেট

কী করলে মিরপুরে জিতবে বাংলাদেশ, জানালেন নাঈম

মিরপুর টেস্টে আলোকস্বল্পতার কারণে আগেভাগেই তৃতীয় দিনের খেলা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন আম্পায়াররা। তার আগে ৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ২ উইকেটে ৩৮ রান করেছে বাংলাদেশ। 

বাকি দুই দিন মিরপুরে রোমাঞ্চ অপেক্ষা করছে। এমন অবস্থায় বাংলাদেশকে জিততে হলে প্রতিপক্ষকে কত রানের লক্ষ্য দিতে হবে, তা জানতে চাওয়া হয়েছিল নাঈম হাসানের কাছে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে অবশ্য নির্দিষ্ট করে লক্ষ্যটা বলতে পারেননি বাংলাদেশি স্পিনার। 

তবে ২০০ থেকে ২২০ রানের একটা লক্ষ্যের কথা জানিয়েছেন নাঈম। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, আমরা যত লম্বা সময় ব্যাটিং করতে পারি, আমাদের জন্য ভালো। ২০০-২২০ রান করতে পারলে ইনশা আল্লাহ আমরা ডিফেন্ড করতে পারব।’ 

উইকেটে কোনো পরিবর্তন এসেছে কি না, তা জানতে চাওয়া হলে নাঈম বলেন, ‘না, বোলিংয়ে সমস্যা হচ্ছে না। প্রথম দিনের তুলনায় আজকের ব্যাটিংয়ের জন্য উইকেটটা একটু ভালো ছিল। আমরা যদি ভালো ব্যাটিংয়ের পর একটা ভালো স্কোর করতে পারি, তাহলে ইনশা আল্লাহ আমরা ম্যাচ জিততে পারব। আর আমরা এখন ম্যাচে এগিয়ে আছি, এটা এখন আমাদের ধরে রাখতে পারব। এখান থেকে আমরা যতক্ষণ ব্যাটিং করব, যত ভালো ব্যাটিং করব, তত ভালো হবে।’ 

প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের বিপরীতে ১৮০ রান করে নিউজিল্যান্ড। শুরুতেই প্রতিপক্ষের ৪৬ রানে ৫ উইকেট নিয়েও লিড না পাওয়ার হতাশায় পুড়ছেন কি না, এমন প্রশ্নের জবাবে নাঈম বলেছেন, ‘ওরাও তো (নিউজিল্যান্ড) খেলতে আসছে...আর একটা জুটি হতেই পারে, যে কেউই একজন ভালো খেলতেই পারে। এখন ওদের মধ্যে (ফিলিপস) ভালো খেলছে, এ জন্য ওরা লিড নিতে পারছে। লিড পেলে ভালো হতো...এখন আমরা আল্লাহর রহমতে দিন শেষে লিডে আছি, আমরা যদি ভালো ব্যাটিং করি, ভালো একটা স্কোর হবে।’

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

সেঞ্চুরি, ১০৭ মিটার ছক্কা ও এক ওভারে ৩২ রান নিয়ে স্মিথের ইতিহাস

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়

বিপিএলের শেষে এসেই কেন অধিনায়ক বদলাল রংপুর

বিসিবির সঙ্গে কথা বলতে আসছে আইসিসির প্রতিনিধিদল, হতে পারে সমাধান

বিপিএলে সেরা বোলিংটা আজই করলেন শরীফুল

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান