হোম > খেলা > ক্রিকেট

ভালো বোধ করছেন তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সবকিছু ঠিক থাকলে গতকাল রাতে লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা তামিম ইকবালের। ব্যথানাশক ইনজেকশন নেওয়ার পর দুই দিন পর্যবেক্ষণে ছিলেন তিনি। গতকাল তামিমের পর্যবেক্ষণ পর্ব শেষ হয়েছে। জানা গেছে, ইনজেকশন নেওয়ার পর থেকে ভালো বোধ করছেন তামিম। তবে ব্যথার অবস্থা বুঝতে আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে। 

আপাতত দেশে ফিরে তাঁকে ৭ থেকে ১০ দিন পুরো বিশ্রামে থাকতে হবে। এ সময় তামিমের ব্যথার অবস্থা সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। ব্যথা ফিরে না এলে এরপর শুরু হবে তাঁর মাঠের ফেরার প্রক্রিয়া। কোমরের ব্যথা থেকে মুক্তি পেতে তামিমের সামনে দুটি পথ খোলা ছিল—অপারেশনের টেবিলে বসা অথবা ইনজেকশন। তামিম দ্বিতীয়টিকে বেছে নিয়েছেন। অবসর ভেঙে মাঠে ফেরার অপেক্ষায় থাকা তামিমের কাছে অবশ্য ভিন্ন উপায়ও ছিল না। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ। ছুরি-কাঁচির নিচে গেলে লম্বা সময় মাঠের বাইরে গিয়ে দুটিকেই বিসর্জন দিতে হতো। তবে এখনো তামিমের ফেরার ওপর অনেক ‘যদি’ ‘কিন্তু’ ঝুলে আছে।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ