হোম > খেলা > ক্রিকেট

মোস্তাফিজকে হারানোর পর চেন্নাইয়ের আরেক দুঃসংবাদ

মোস্তাফিজুর রহমানের ২০২৪ আইপিএল অভিযান শেষ হয়েছে ১ মে। মনে রাখার মতো এক মৌসুম এবার চেন্নাই সুপার কিংসে কাটিয়েছেন মোস্তাফিজ। ফিজ ফেরার পর চেন্নাই এবার শুনেছে আরও এক দুঃসংবাদ। 

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া মাথিসা পাতিরানা ফিরে যাচ্ছেন শ্রীলঙ্কায়। চেন্নাইয়ের জার্সিতে এবার আর লঙ্কান পেসারকে দেখা যাবে না। চেন্নাই সুপার কিংস এক বিজ্ঞপ্তিতে আজ সেটা নিশ্চিত করেছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি বলেছে, ‘চেন্নাই সুপার কিংসের পেসার মাথিসা পাতিরানা হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। শ্রীলঙ্কায় ফিরছেন সেরে ওঠার জন্য। পাতিরানার দ্রুত সেরে উঠতে চেন্নাই সুপার কিংস শুভকামনা জানিয়েছে।’ 

মোস্তাফিজ, পাতিরানা এখনো পর্যন্ত চেন্নাইয়ের সর্বোচ্চ দুই উইকেটশিকারী। ১৪ ও ১৩ উইকেট নিয়েছেন ফিজ ও পাতিরানা। ফিজ নিয়েছেন ৯ ম্যাচে ৯.২৬ ইকোনমিতে। বাংলাদেশের বাঁহাতি পেসারের চেয়ে উজ্জ্বল পাতিরানা। লঙ্কান পেসার ৬ ম্যাচে বোলিং করেছেন ৭.৬৮ ইকোনমিতে। ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ে নজর কেড়েছেন তিনি। ২০২৩ আইপিএলে চেন্নাইয়ের শিরোপা জয়ে অবদান রেখেছেন তিনি। 

শিরোপা ধরে রাখার লড়াইয়ে চেন্নাই কিছুটা চাপে রয়েছে। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই। আরেক পেসার দীপক  চাহারকে নিয়েও চিন্তায় চেন্নাই। ১ মে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে ২ বল করে আর বোলিং করতে পারেননি তিনি। ধর্মশালায় এখন ফিরতি লড়াইয়ে মুখোমুখি পাঞ্জাব ও চেন্নাই। টস হেরে ব্যাটিং পেয়ে ধুঁকছে চেন্নাই।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত চেন্নাই ৫ উইকেটে ১০৩ রান করেছে।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ