হোম > খেলা > ক্রিকেট

অবসরের ঘোষণা দিয়ে নিজেই জল ঘোলা করলেন রাইডু

‘আর্লি ডেজ’ থেকে ‘বিজনেস এন্ডে’ চলে এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই এবার খুব একটা সুবিধা করতে পারেনি। আর দুই ম্যাচ বাকি থাকলেও কোয়ালিফাই করার সম্ভাবনা আগেই শেষ। এর মধ্যে দলের মধ্যে শুরু হয়েছে নতুন বিতর্ক। চেন্নাইয়ের ব্যাটার আম্বাতি রাইডু অবসরের ঘোষণা দিয়ে ১৫ মিনিটের মধ্যে সেই টুইট ডিলিট করে দিয়েছেন। 

৩৬ বছর বয়সী রাইডু নিজেই আজ সকালে আইপিএল থেকে নিজের অবসরের কথা জানিয়ে টুইট করেন। যেখানে তিনি জানান, ‘সবাইকে খুশিমনে জানাতে চাই, এটাই আমার শেষ আইপিএল হতে চলেছে। ১৩ বছর ধরে দুটি দারুণ দলের হয়ে এই টুর্নামেন্টে খেলা অনেক উপভোগ করেছি। হৃদয় থেকে মুম্বাই ইন্ডিয়ানস এবং সিএসকে এই দারুণ সফরের জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই।’ 

সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্ট দেওয়ার ঠিক ১৫ মিনিটের মধ্যে সেটি ডিলিট করে দেন রাইডু। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, রাইডু যে এভাবে অবসরের কথা ঘোষণা করবেন সেটা জানত না চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট। তাই টুইট দেখে অবাক হয়ে যায় তারা। এখনো চেন্নাইয়ের দুটি ম্যাচ বাকি। এই টুইটের প্রভাব খেলায় পড়তে পারে বলে মনে করে তারা। এ জন্যই নাকি টুইট ডিলিট করে দেন রাইডু। 

এদিকে সিএসকের সিইও কাশী বিশ্বনাথ পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাইডু অবসর নিচ্ছেন না। বিতর্ক যেন চেন্নাইয়ের পিছু ছাড়ছে না। কদিন আগেই টিম ম্যানেজমেন্টের সঙ্গে রবীন্দ্র জাদেজার সম্পর্কে চিড় ধরা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই রেশ কাটতে না কাটতে এবার রাইডুর টুইট বিতর্ক।

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের