হোম > খেলা > ক্রিকেট

করোনা শঙ্কা কাটিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: শুরুর আগেই করোনা শঙ্কায় পড়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। আজ সিরিজের প্রথম ম্যাচের সকালেই খবর আসে, দুই শ্রীলঙ্কান ক্রিকেটার ও এক কোচ করোনা আক্রান্ত হয়েছেন। পরে আবার পরীক্ষা করা হলে এক ক্রিকেটার বাদে বাকিদের ফল নেগেটিভ এসেছে। আপাতত তাই সিরিজ নিয়ে শঙ্কার মেঘটা কেটে গেছে।

পরশু করা করোনা পরীক্ষার ফল আসে কাল। সেখানে শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ইসুরু উদানা, শিরান ফার্নান্দো এবং পেস বোলিং কোচ চামিন্দা ভাসের করোনা পজিটিভ আসে। কাল আবার পরীক্ষা করা হলে শিরান ফার্নান্দো ছাড়া বাকিদের নেগেটিভ আসে। জানা গেছে, এর মধ্যে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামেরও করোনা পজিটিভ এসেছিল। তিনিও নেগেটিভ হয়েছেন। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

জালাল ইউনুস বলেছেন, ‘সিরিজ নিয়ে কোনো শঙ্কা নেই, ঠিক সময়ে ম্যাচ হবে। চারজনের করোনা পজিটিভ এসেছিল। তাদের মধ্যে শিরান ফার্নান্দোর করোনা পজিটিভ এসেছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। আমাদের রাবীদ ইমামেরও পজিটিভ এসেছিল। তার ফলও নেগেটিভ এসেছে। দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজনেরও করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। নেগেটিভ এলেও দলের সঙ্গে থাকবেন না সুজন।’

করোনা চিন্তা পাশে সরিয়ে আজ বেলা ১টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে ‌ব্যাট-বলের লড়াই।

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ