হোম > খেলা > ক্রিকেট

অ্যামব্রোস মনে করেন, বাংলাদেশও সেমিফাইনাল খেলতে পারে

রানা আব্বাস, অ্যান্টিগা থেকে

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুপার এইট খেলতে বাংলাদেশ দল এখন অ্যান্টিগায়। স্যার ভিভ রিচার্ডসের অ্যান্টিগা, স্যার কার্টলি অ্যামব্রোসের অ্যান্টিগা এবং স্যার রিচি রিচার্ডসনের অ্যান্টিগা। 

কাল বিকেলে অ্যান্টিগা নেমেই দেখা হয়ে গেল কার্টলি অ্যামব্রোসের সঙ্গে। দ্বীপের ওল্ড পারহাম রোডের কেএফসিতে ক্যারিবীয় কিংবদন্তি এসেছিলেন তাঁর কন্যাকে নিয়ে। সেখানেই কথা বললেন কয়েকজন বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে। আলাপচারিতায় তাঁর কাছে জিজ্ঞেস করা হলো টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করতে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চার নির্বাচনে অ্যামব্রোস একটু কূটনৈতিক উত্তরই দিলেন, ‘এ প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন। টি-টোয়েন্টিতে ভবিষ্যদ্বাণী করা খুবই কঠিন কাজ। আমার অভিজ্ঞতা বলে নিজেদের দিনে যেকোনো দলই একে অন্যকে হারিয়ে দিতে পারে। এ কারণে কে কে সেমিফাইনাল খেলবে, এটা ভবিষ্যদ্বাণী করা কঠিন। আমরা এরই মধ্যে সেটা দেখেছি। আমি কোনো ভবিষ্যদ্বাণী করতে পারছি না।’

যেহেতু নিজেদের দিনে যেকোনো দলই একে অন্যকে হারিয়ে দিতে পারে, এ সূত্র মেনেই অ্যামব্রোস বলছেন, ‘বাংলাদেশও যেতে পারে সেমিফাইনালে, অবশ্যই (বাংলাদেশ খেলতে পারে সেমিফাইনাল)। কারণ, প্রতিটি দলের সমান সুযোগ আছে সেমিফাইনালে ওঠার। হ্যাঁ, (এই আট দলের মধ্যে) চারটা দল উঠবে। তবে এই আট দলের প্রতিটির সমান সুযোগ শেষ চারে ওঠার। কারণ, এরা সবাই একে অন্যকে হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। এটাই টি-টোয়েন্টির ধর্ম।’ 

বিপিএলে ধারাভাষ্যের সৌজন্যে বাংলাদেশের সঙ্গে ভালোই একটা যোগসূত্র তৈরি হয়েছে অ্যামব্রোসের। এই বিশ্বকাপে অবশ্য তিনি ধারাভাষ্য দিচ্ছেন না। তবে নিজের দ্বীপে বাংলাদেশের ম্যাচ দেখার ইচ্ছে আছে তাঁর।

অ্যান্টিগায় প্রথম দিনে সকাল ও রাত, দুই বেলা অনুশীলনের পরিকল্পনা বাংলাদেশ দলের ৷ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রিক্রিয়েশন গ্রাউন্ডে, আর সন্ধ্যায় ফ্লাড লাইটে ফিল্ডিং অনুশীলন করবে বাংলাদেশ ৷ অবশ্য সকাল থেকে যেভাবে হুটহাট বৃষ্টি নামছে, বাংলাদেশ ঠিকঠাক ঝালিয়ে নিতে পারবে কি না, সন্দেহ আছে!

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা