হোম > খেলা > ক্রিকেট

৬৮ রানে গুটিয়ে দিয়ে আসামকে ফলোঅন করিয়েছে বাংলাদেশ

আসাম অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ব্যাটিংয়ের পর বল হাতেও দাপট দেখাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। তিন দিনের ম্যাচে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪১৩ রানের পাহাড় গড়ার পর প্রতিপক্ষকে মাত্র ৬৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশের খুদে ক্রিকেটাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ৩৬৩ রান।

প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও আলো ছড়াচ্ছেন স্কুল ক্রিকেট থেকে বয়সভিত্তিক দলে ডাক পাওয়া শাইখ ইমতিয়াজ শিহাব। সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন এই খুদে লেগ স্পিনার। এ ছাড়া ফারহান শাহরিয়ার, আল ফাহাদ ও সঞ্জিত মজুমদার নিয়েছেন ২টি করে উইকেট। বোলারদের নৈপুণ্যে আসামকে ফলোঅন করিয়ে আবারও ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত আসামের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৪ রান।

এর আগে আসামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। গতকালই বাংলাদেশের হয়ে সেঞ্চুরি তুলেছিলেন জাওয়াদ ও হাসানুজ্জামান। জাওয়াদ থামেন ব্যক্তিগত ১৩৯ রানে এবং আজ হাসানুজ্জামান করেছেন ১১৪ রান।

উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ১২০ রানের স্কোর এনে দেন ওপেনার জাওয়াদ ও মুবিন আহমেদ। ২২ রান করে মুবিন ফিরলে ভাঙে এই জুটি। এরপর নিয়মিত বিরতিতে দুই ব্যাটার ফিরলে পাঁচে এসে জাওয়াদকে দারুণ সঙ্গ দেন কালাম সিদ্দিকী এলিন। তাদের ৬৩ রানের জুটি ভাঙে জাওয়াদের বিদায়ে।

পঞ্চম উইকেটের জুটিতে এলিনের সঙ্গে স্কোরবোর্ডে আরও ১৭০ রান যোগ করেন হাসানুজ্জামান। ৭২ রানে ফেরেন এলিন। আজ সকালের সেশনে ১১৪ রানে থামেন হাসানুজ্জামানও। পরে বাকিরা মিলে দলকে ৪৩১ রানের পুঁজি এনে দিলে ৮ উইকেটে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর