হোম > খেলা > ক্রিকেট

গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে তামিম, বিসিবিও করবে সহায়তা

আজকের পত্রিকা ডেস্ক­

গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারকে ৫ লাখ টাকার চেক দিলেন তামিম। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।

মিরপুরের ইনডোরে আজ গ্র্যান্ডমাস্টার জিয়ার স্ত্রী লাবন্য এবং ছেলে তাহসিনের হাতে পাঁচ লাখ টাকার একটি চেক তুলে দেন তামিম। কিংবদন্তি দাবাড়ু জিয়ার যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাসও তামিম দিয়েছেন। তামিমের এই সাহায্য ও সহানুভূতিতে অভিভূত হন জিয়ার পরিবার। সংবাদমাধ্যমকে জিয়ার স্ত্রী লাবন্য বলেন, ‘তামিম আমাকে বলল যেকোনো সমস্যায় যেন তার সঙ্গে যোগাযোগ রাখি। আর তাহসিনকে বলল পড়াশোনা ও খেলায় মনোযোগ দিতে। সে বলে, আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিলাম, কিন্তু এটা তোমার বাবার জন্য কিছুই না।’

জিয়ার মতো তাঁর ছেলে তাহসিনও একজন দাবাড়ু হিসেবে গড়ে উঠছে। বাবাকে হারানোর পর তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠলেও, তামিমের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছে। কিংবদন্তু দাবাড়ুর স্ত্রী আরও জানান, তাহসিনের দাবা খেলার জন্য বিসিবির সহায়তা প্রয়োজন হলে সভাপতি ফারুক আহমেদের কাছে আবেদন করতে বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী আশ্বাস দিয়েছেন।

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত