হোম > খেলা > ক্রিকেট

চার বছরের নিষেধাজ্ঞায় সাব্বির

চার বছরের নিষেধাজ্ঞায় পড়েছেন আরব আমিরাতের উইকেটকিপার ব্যাটসম্যান গোলাম সাব্বির। আজ এক বিবৃতিতে সাব্বিরের নিষেধাজ্ঞার কথা নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। 

আইসিসি জানিয়েছে, বারবার নিয়ম ভঙ্গ করায় এ শাস্তি পেতে হয়েছে সাব্বিরকে। আইসিসির দেওয়া এ শাস্তি মেনে নিয়েছেন ৩৫ বছর বয়সী সাব্বির। এ নিষেধাজ্ঞার ফলে ২০২৫ সালের ২০ আগস্ট পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটে খেলতে পারবেন না তিনি। নিষেধাজ্ঞা শেষেও খেলতে পারেন কি না সে শঙ্কাও থাকছে। শাস্তি শেষ হতে হতে তাঁর বয়স ৩৯ বছর ছাড়িয়ে যাবে।

আইসিসি জানিয়েছে সাব্বির দুইবার ২.৪. ৪ অনুচ্ছেদের আইন ভঙ্গ করেছেন। ২০১৯ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে নেপাল ও একই বছরের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার সময় দুর্নীতির প্রস্তাব পেলেও তা আইসিসিকে জানাননি তিনি। আইসিসি ২.৪. ৫ অনুচ্ছেদের আইনও দুইবার ভঙ্গ করেছেন ৩৫ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যান। এ ছাড়া ২.৪. ৬ ও ২.৪. ৭ এর ধারাও ভঙ্গ করেছেন সাব্বির। 

এখানে আইসিসির দুর্নীতি দমন কমিশনের কাজে যথাযথ সহায়তা করেননি সাব্বির। এ ছাড়া তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। আইসিসির ইনটিগ্রিটি ইউনিটের মহা ব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘আরব আমিরাতের হয়ে ৪০টি ম্যাচ খেলেছেন সাব্বির। একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তার কাছ থেকে আরও দায়িত্ববোধের আশা করি।’ সাব্বির আইসিসির দুর্নীতি দমন কমিশনের সর্বশেষ তিনটি সভায়ও উপস্থিত ছিলেন জানিয়েছেন মার্শাল।

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’