হোম > খেলা > ক্রিকেট

ফিটনেসে ‘সুপারফিট’ কোহলিকে টেক্কা দিলেন গিল

বিরাট কোহলির ফিটনেস সচেতনতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ফিট থাকতে খাওয়াদাওয়া, ঘুম সবকিছুই নিয়মিত করে থাকেন তিনি। ‘সুপারফিট’ কোহলিকেই এবার ফিটনেস টেস্টে ছাড়িয়ে গেলেন শুভমান গিল। 

এশিয়া কাপের আগে বেঙ্গালুরুর আলুরে ফিটনেস ক্যাম্পে আছেন ভারতীয় ক্রিকেটাররা। ফিটনেস টেস্ট করতে চলছে ইয়ো ইয়ো টেস্ট। ইয়ো ইয়ো টেস্টে ১৮.৭ স্কোর করেছেন গিল। এই টেস্টে কোহলির স্কোর ১৭.২। নামপ্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্র ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে বলেন, এখন পর্যন্ত গিল সর্বোচ্চ ১৮.৭ পেয়েছে। অধিকাংশ ক্রিকেটারের স্কোর ১৬.৫ থেকে ১৮ এর মধ্যে। জসপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণা, তিলক ভার্মা, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসনের এখনো ইয়ো ইয়ো টেস্ট করতে বাকি। বিসিসিআইয়ের মতে, ফিটনেস টেস্টে পাস করতে হলে ১৬.৫ পেতে হবে। 

এর আগে ইনস্টাগ্রামে ইয়ো ইয়ো টেস্টের ফলাফল নিয়ে গত পরশু পোস্ট করেছিলেন কোহলি। ভারতীয় এই ব্যাটার ক্যাপশন দিয়েছিলেন, ‘ইয়ো ইয়ো টেস্টে পাস করে খুশি। ১৭.২ হয়ে গেছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ফিটনেস টেস্টের স্কোর প্রকাশ করায় খেপেছে বিসিসিআই। ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘সামাজিকমাধ্যমে কোনো গোপনীয় ব্যাপারে পোস্ট করতে খেলোয়াড়দের নিষেধ করা হয়েছে। অনুশীলন করা অবস্থায় ছবি তারা পোস্ট করতে পারে। তবে স্কোর পোস্ট করা চুক্তি লঙ্ঘন করার সমান।’

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি