হোম > রাজনীতি

১০ ও ১২ নভেম্বর ঢাকা বাদে সারা দেশে বিক্ষোভ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ নভেম্বর রাজধানী বাদে সারা দেশের মহানগরগুলোতে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। ১২ নভেম্বর জেলা শহরগুলোতে বিক্ষোভ-সমাবেশ করার ঘোষণাও দিয়েছে দলটি। 

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচি ঘোষণা করেন। ঢাকা মহানগর বিএনপি (উত্তর ও দক্ষিণ) এ অনুষ্ঠানের আয়োজন করে। 

কর্মসূচি ঘোষণার আগে বর্তমান সরকারকে ‘পকেটমার’ আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, এই পকেটমার সরকার পরপর আবার দুইবার জনগণের পকেট মারল। একবার পকেট কাটছে ডিজেল, এলপিজির দাম বাড়িয়ে দিয়ে। দ্বিতীয়বার পকেট কাটল বাস ভাড়া বাড়িয়ে দিয়ে। এটা পাতানো খেলা। 

তিনি বলেন, এই সরকারের চরিত্রই হচ্ছে লুট করা। তারা একদিকে অর্থনীতিকে লুট করছে, জনগণের পকেট কাটছে। আর নিজেদের পকেট ভারী করছে। তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। আওয়ামী লীগের সরকার জনগণের কল্যাণের কথা চিন্তা করে না। 

বিএনপি মহাসচিব বলেন, মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। প্রতিদিন দেশে দরিদ্রের সংখ্যা বাড়ছে। কিন্তু সেইদিকে সরকারের খেয়াল নেই। তারা ১০ টাকায় চাল খাওয়াতে চেয়েছিল। এখন চালের কেজি ৬০ টাকা। তাদের কিছু বললেই বলে তারা নাকি উন্নয়ন দিচ্ছে। এমন উন্নয়ন দিচ্ছে, যা আমরা দেখতে পাই না। শুধু পিলার দেখি, উড়াল সেতু দেখছি। 

এর আগে প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির প্রয়াত নেতা এবং অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার স্মরণ সভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব।

সেখানে প্রধান অতিথির বক্তৃতায় সরকারকে সরিয়ে দিতে জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, জনগণকে রাস্তায় নামিয়ে আনা, তাদের যে বেঁচে থাকার দাবি, একটা মুক্ত বাংলাদেশের যে দাবি, ভোটের অধিকারের যে দাবি, তাদের বাক্‌স্বাধীনতার যে দাবি, সেটাকে প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন একমাত্র পথ। সামনের দিনে বাংলাদেশকে মুক্ত করার শপথ গ্রহণ করি। 

এবার এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীনের পদত্যাগ

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের

মায়ের ত্যাগ-উদারতার উদাহরণ থেকেই শক্তি, ঐক্য ও দেশপ্রেম খুঁজে পাই: তারেক রহমান

‘আপনারা সেই শক্তি, যার কারণে জাতি আমার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে’