হোম > জাতীয়

সংবিধান সংস্কার কমিশন

সুপারিশের খসড়া নির্দিষ্টসময়ে প্রকাশ করা হবে: আলী রীয়াজ

আজকের পত্রিকা ডেস্ক­

অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কারে গঠিত কমিশন চলতি নভেম্বর মাসের মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা শেষ করবে বলে জানিয়েছেন কমিশনটির প্রধান অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘যদি কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি না হয় তাহলে নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশের খসড়া প্রকাশ করা সম্ভব হবে। সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে দেওয়া হবে।’

জাতীয় সংসদের কেবিনেট কক্ষে গতকাল রোববার অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে সংবিধান সংস্কার কমিশন। পরে একাধিক গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কমিশনের প্রধান আলী রীয়াজ। তিনি বলেন, সরকার সুপারিশগুলো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবে এবং সবার জন্য গ্রহণযোগ্যতার বিষয়টিও নির্ধারণ করবে।

কমিশনপ্রধান বলেন, সংবিধানের কোন কোন স্থানে সংশোধন, সংযোজন, পরিমার্জন করতে হবে সেটা নিয়ে তাঁরা কাজ করছেন। কিন্তু কোন প্রক্রিয়ায় সংবিধান সংশোধন হবে বা সংশোধনী বৈধতা পাবে, সেটা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার তা নির্ধারণ করবে।

তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও গণভোট সংবিধানে ফিরবে কি না, এমন প্রশ্নের জবাবে কমিশনপ্রধান বলেন, অংশীজনদের কাছ থেকে বিভিন্ন রকমের মতামত পাওয়া গেছে। আদালতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কী পরিস্থিতি দাঁড়াবে, সেটা রায়ের জন্য অপেক্ষা করতে হবে।

আলী রীয়াজ আরও বলেন, আদালতের রায় প্রকাশের পরে আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞরা বিষয়টি যেভাবে ব্যাখ্যা করেন, সেভাবে হবে। কমিশন হিসেবে এখানে ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। কমিশনের কাজের পরিধির মধ্যে এটা পড়ে না।

সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মইনুল ইসলাম, নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর প্রমুখ।

সাবেক এমপি ফাহমী গোলন্দাজের ১৬ একর জমি ও দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

রামগড় স্থলবন্দর প্রকল্পে পাহাড় কাটার অভিযোগ, তদন্তের নির্দেশ

১০৪টি দেশের ৭ লাখ প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ জানুয়ারি

ইসিতে সমন্বয় সেল চালু, ফোনেও জানানো যাবে অভিযোগ

নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, পাতানো নির্বাচন হবে না: সিইসি

জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৫০১ জন

বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হয়ে বিমানের যাত্রীর মৃত্যু, জরুরি অবতরণ না করে তদন্তের মুখে পাইলট

ইসিতে তৃতীয় দিনে আরও ১৩১ আপিল আবেদন