হোম > জাতীয়

জাতীয় লবণ নীতিমালা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাহিদা নিরূপণ করে নতুন প্রযুক্তি ব্যবহার করে লবণ উৎপাদনের জন্য নীতিমালা অনুমোদন করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে জাতীয় লবণ নীতিমালা-২০২২ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘উপকূলীয় জেলাগুলোর অনেক জায়গায় গতানুগতিক পদ্ধতিতে লবণ চাষ হচ্ছে। এর উন্নয়ন করা দরকার। মাতারবাড়ি, কক্সবাজার, পায়রায় বেশ কিছু জায়গা উন্নয়নমূলক কাজের জন্য নিয়েছি। সে জন্য নতুন নতুন জায়গা উদ্ভাবন করা এবং নতুন আধুনিক প্রযুক্তির মাধ্যমে লবণের উৎপাদন আরও বাড়াতে নীতিমালা করা হয়েছে।’ 

আনোয়ারুল ইসলাম বলেন, ‘আশা করা হচ্ছে, ২০২০-২৫ মেয়াদি এই নীতিমালা বাস্তবায়ন করলে আমরা লবণ উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করব এবং আমাদের লবণের ঘাটতি হবে না। এ জন্য ২০২৫ সাল পর্যন্ত বার্ষিক খাতভিত্তিক লবণের চাহিদা নিরূপণ, পরিবেশবান্ধব উন্নত ও আধুনিক প্রযুক্তি ব্যবহার, লবণচাষিদের স্বাস্থ্য সুরক্ষা, প্রশিক্ষণ ও স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। অপরিশোধিত লবণের মান ও মাত্রা নির্ধারণ করতে হবে। ঈদুল আজহার সময় চামড়াগুলো যেন সংরক্ষণ করতে পারি, সে জন্য পর্যাপ্ত পরিমাণে লবণের ব্যবস্থা করতে হবে। গুণগত মান নিশ্চিত, আয়োডিন ঘাটতিজনিত রোগ প্রতিরোধে ভোজ্য লবণে আয়োডিনের পরিমাণ নিশ্চিত করতে হবে।’ 

নীতিমালা অনুযায়ী আপৎকালে লবণের বাফার স্টক রাখার ব্যবস্থা করতে হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ জন্য লবণশিল্প জরিপ করতে হবে। তার ফলাফলের ভিত্তিতে পদক্ষেপগুলো নিতে হবে।

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর

জঙ্গল সলিমপুরে ‘কম্বাইন্ড অপারেশন’ চালানো হবে: প্রেস সচিব

৪ নতুন থানা হচ্ছে, বদলে যাচ্ছে মহিলা-শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম

বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক