হোম > জাতীয়

তিস্তা-গঙ্গা চুক্তি ও মমতা ব্যানার্জির ক্ষোভ প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারত সফর নিয়ে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় লিখিত বক্তব্যের পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। তিস্তা ও গঙ্গা চুক্তি নবায়ন প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তিস্তার বিষয়ে আমরা প্রজেক্ট নিচ্ছি। নদীতে ড্রেজিং করা, পাঁড় বাধানো, পানি সংরক্ষণ নিয়ে আলোচনা হয়েছে। গঙ্গা চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হবে। ওই সময় ওই চুক্তি যদি নবায়ন না-ও হয়, তাহলেও চুক্তি কিন্তু অব্যাহত থাকবে।’ 

মমতা ব্যানার্জি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি, একটি টেকনিক্যাল গ্রুপ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এটা বলেছেন। মমতা ব্যানার্জির ক্ষোভ যে, ওনার সঙ্গে আলোচনা করে এটা করা হয়নি। উনি তো ছিলেন না দিল্লিতে। আমি নিজেই ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু উনি ছিলেন না। উনি থাকলে নিশ্চয়ই ওনাকে নিয়েই আলোচনা করতাম। অন্তত আমি করতাম।’ 

তিনি আরও বলেন, ‘আগে যে ফোন নম্বর ছিল...ওনার (মমতা ব্যানার্জি) একটা মোবাইল নম্বর ছিল। নির্বাচনে যখন বিজয়ী হয়েছিলেন তখনো চেষ্টা করেছিলাম, তখন শুনেছিলাম—এখন আর মোবাইল ফোন ব্যবহার করেন না।’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার কথা হলো, কাউকে বাদ দিয়ে হবে না। টেকনিক্যাল গ্রুপ আসবে, আলোচনা করবে, কথা বলবে, তারপর সমঝোতা হবে। মমতা ব্যানার্জি চিঠি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে। এটা তাঁদের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে আমার তো কিছু বলার নেই। এ ব্যাপারে আমার কোনো নাক গলানোর দরকারও নেই। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। একটা কথা বলতে পারি, ভারতের দলমত-নির্বিশেষে সবার সঙ্গে আমার একটা সুসম্পর্ক আছে।’ 

তিস্তা প্রকল্প প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘তিস্তা প্রকল্প করার জন্য ভারত সহযোগিতা করবে। আমাদের যৌথ কমিটি হবে। কীভাবে তিস্তা...এটা শুধু পানি ভাগাভাগির বিষয় না। গোটা তিস্তা নদীটাকে পুনরুজ্জীবিত করে, উত্তরাঞ্চলে সেচের ব্যবস্থা করা। যাতে অধিক ফসল হয় নেভিগেশনের ব্যবস্থা করা, সেটাই আমরা করব। এটাই সিদ্ধান্ত। গঙ্গার পানি চুক্তি নবায়নের জন্য আলোচনা হবে। তাদের টেকনিক্যাল গ্রুপ আসবে, দেখবে এবং এটা হবে।’

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার

তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর