হোম > জাতীয়

ফাঁক-ফোকরে মিয়ানমারের দুর্গম এলাকা থেকে কোরবানির পশু ঢুকছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, মিয়ানমারের দুর্গম এলাকা থেকে কোরবানির পশু ফাঁক-ফোকর দিয়ে ঢুকে পড়ছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক–মহাসড়কে কোনো অবস্থাতেই পশুর হাট বসতে দেওয়া হবে না। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গার্মেন্টস কর্মীদের জুন মাসের ১৫ দিনের বেতন এবং ঈদ বোনাস দিয়ে ছুটি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং গার্মেন্টস মালিকেরাও সে বিষয়টি মেনে নিয়েছে। 

ঈদুল আজহাকে কেন্দ্র করে যানবাহনের অতিরিক্ত ভাড়া যেন না নেওয়া হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের ২৪টি স্থান অতিরিক্ত যানজট ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

আসাদুজ্জামান খান কামাল বলেন, পশুবাহী যানবাহন যে হাটে যাবে সেটি ব্যানারে লেখা থাকবে। পথে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পশুবাহী কোনো যানবাহন থামাতে পারবে না। কোনো নির্দিষ্ট হাটের বাইরে জোরপূর্বক পশুবাহী গাড়ি ঢোকানো হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন