হোম > জাতীয়

ফাঁক-ফোকরে মিয়ানমারের দুর্গম এলাকা থেকে কোরবানির পশু ঢুকছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, মিয়ানমারের দুর্গম এলাকা থেকে কোরবানির পশু ফাঁক-ফোকর দিয়ে ঢুকে পড়ছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক–মহাসড়কে কোনো অবস্থাতেই পশুর হাট বসতে দেওয়া হবে না। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গার্মেন্টস কর্মীদের জুন মাসের ১৫ দিনের বেতন এবং ঈদ বোনাস দিয়ে ছুটি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং গার্মেন্টস মালিকেরাও সে বিষয়টি মেনে নিয়েছে। 

ঈদুল আজহাকে কেন্দ্র করে যানবাহনের অতিরিক্ত ভাড়া যেন না নেওয়া হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের ২৪টি স্থান অতিরিক্ত যানজট ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

আসাদুজ্জামান খান কামাল বলেন, পশুবাহী যানবাহন যে হাটে যাবে সেটি ব্যানারে লেখা থাকবে। পথে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পশুবাহী কোনো যানবাহন থামাতে পারবে না। কোনো নির্দিষ্ট হাটের বাইরে জোরপূর্বক পশুবাহী গাড়ি ঢোকানো হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পছন্দের প্রতীকই পেলেন তাসনিম জারা

ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭২ কোটি টাকা বরাদ্দ, বিদ্যুৎ না থাকা কেন্দ্রে যে ব্যবস্থা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালামের আত্মসমর্পণ

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু