দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্য আরও চার থানার ওসি বদলিতে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার এই সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপাত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়।
ইসির দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসি কর্মকর্তারা জানান, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা, গাইবান্ধার সাঘাটা, চট্টগ্রামের খুলশি থানা ও পটিয়া থানার ওসিকে বদলিতে সম্মতি দিয়েছে কমিশন। এর আগে ৭ ডিসেম্বর ৩৩৮ থানার ওসি বদলির প্রস্তাবে অনুমোদন দিয়েছিল কমিশন।
গত ৩০ নভেম্বর বর্তমান কর্মস্থলে ১ বছরের বেশি সময় অবস্থান করা সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছয় মাসের বেশি সময় থাকা ওসি বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় কমিশন।