হোম > জাতীয়

১০ জনের নাম চূড়ান্ত, বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশন গঠনে ১০ ব্যক্তির নাম চূড়ান্ত করতে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে বসেন রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির সদস্যরা। বৈঠকে ১০ ব্যক্তির নাম চূড়ান্ত হয়েছে। বৈঠক শেষে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে সার্চ কমিটি। 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে। আগামী বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতির কাছে নামগুলো জমা দেওয়া হবে। রাষ্ট্রপতি যেভাবে সিদ্ধান্ত নেন, সেভাবেই হবে।’ 

সার্চ কমিটি কোন প্রক্রিয়ায় নাম চূড়ান্ত করেছে তা কমিটির সদস্যদের বাইরে কেউ জানেন না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। 

এর আগে ৩১৬টি নাম পেয়েছিল সার্চ কমিটি। বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে আরও কিছু নামের প্রস্তাব আসে। 

গত রোববারের বৈঠকের পর ওবায়দুল হাসান জানিয়েছিলেন, তারা সেই তালিকা ১২ / ১৩ জনে নামিয়ে এনেছেন।

ওবায়দুল হাসান আরও জানিয়েছিলেন, চূড়ান্ত ১০ জনের নাম তারা প্রকাশ করবেন না। আর তালিকার বাইরে থেকে কোনো নাম নিজেরা যুক্ত করবেন না। 

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন—সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক।

আরও পড়ুন:

খালেদা জিয়ার জানাজা কাল, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

খালেদা জিয়ার জেলজীবন

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

নির্বাচনে কখনো হারেননি খালেদা জিয়া, লড়েছেন মোট ২৩ আসনে

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে: রাষ্ট্রপতি

জিয়াউর রহমানের সমাধির পাশেই হতে পারে খালেদা জিয়ার দাফন

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন কমিশনের শোক

রাষ্ট্রীয় কর্মসূচি ঠিক করতে উপদেষ্টাদের বৈঠক, দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার দাফন পর্যন্ত গণভোটের প্রচার বন্ধ রাখার নির্দেশনা

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর শোক