হোম > জাতীয়

সরকারি সফরে স্পেনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাপ্রধান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ শনিবার সরকারি সফরে স্পেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি ২৪-২৬ জুলাই পর্যন্ত স্পেনে অবস্থান করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

আইএসপিআর জানায়, সেনাবাহিনীর জন্য সদ্য কেনা দ্বিতীয় এয়ারবাস কাসা সি২৯৫ ডব্লিউ উড়োজাহাজ হস্তান্তরের জন্য চূড়ান্ত প্রস্তুতিমূলক কার্যক্রম এবং এয়ার ক্রুদের প্রশিক্ষণ পর্যবেক্ষণের জন্য এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস কারখানা পরিদর্শন করবেন। এ ছাড়া সেনাপ্রধান এই সফরে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীর জন্য ট্যাঙ্কবিধ্বংসী অস্ত্র অ্যালকোটানের উপযুক্ততা পর্যালোচনার লক্ষ্যে প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইন্সটালাজা পরিদর্শন করবেন। 

আইএসপিআর আরও জানায়, সেনাপ্রধান স্পেনের সেনাবাহিনীর প্রধান জেনারেল আমাদর ফার্নান্দো ইনসেনাত ওয়াই বিরিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সামরিক বিষয়াদি ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। 

সফরের দ্বিতীয় অংশে সেনাপ্রধান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে ২৮ জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠেয় ২২তম কমনওয়েলথ গেমসের (বার্মিংহাম ২০২২) উদ্বোধন অনুষ্ঠানে যোগদানের উদ্দেশে যুক্তরাজ্য যাবেন। তিনি ২৮-৩১ জুলাই পর্যন্ত সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করবেন। সেনাপ্রধান ১ আগস্ট দেশের উদ্দেশে রওনা হবেন। ২ আগস্ট দেশে প্রত্যাবর্তন করবেন। 

উল্লেখ্য, কমনওয়েলথ গেমস-২০২২-এ বাংলাদেশের ৫০ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল বিভিন্ন প্রতিযোগিতা ও অফিশিয়াল হিসেবে অংশ নেবে। সেনাপ্রধান বিভিন্ন ইভেন্টে উপস্থিত থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের উৎসাহ দেবেন।

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ