হোম > জাতীয়

সরকারি সফরে স্পেনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাপ্রধান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ শনিবার সরকারি সফরে স্পেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি ২৪-২৬ জুলাই পর্যন্ত স্পেনে অবস্থান করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

আইএসপিআর জানায়, সেনাবাহিনীর জন্য সদ্য কেনা দ্বিতীয় এয়ারবাস কাসা সি২৯৫ ডব্লিউ উড়োজাহাজ হস্তান্তরের জন্য চূড়ান্ত প্রস্তুতিমূলক কার্যক্রম এবং এয়ার ক্রুদের প্রশিক্ষণ পর্যবেক্ষণের জন্য এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস কারখানা পরিদর্শন করবেন। এ ছাড়া সেনাপ্রধান এই সফরে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীর জন্য ট্যাঙ্কবিধ্বংসী অস্ত্র অ্যালকোটানের উপযুক্ততা পর্যালোচনার লক্ষ্যে প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইন্সটালাজা পরিদর্শন করবেন। 

আইএসপিআর আরও জানায়, সেনাপ্রধান স্পেনের সেনাবাহিনীর প্রধান জেনারেল আমাদর ফার্নান্দো ইনসেনাত ওয়াই বিরিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সামরিক বিষয়াদি ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। 

সফরের দ্বিতীয় অংশে সেনাপ্রধান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে ২৮ জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠেয় ২২তম কমনওয়েলথ গেমসের (বার্মিংহাম ২০২২) উদ্বোধন অনুষ্ঠানে যোগদানের উদ্দেশে যুক্তরাজ্য যাবেন। তিনি ২৮-৩১ জুলাই পর্যন্ত সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করবেন। সেনাপ্রধান ১ আগস্ট দেশের উদ্দেশে রওনা হবেন। ২ আগস্ট দেশে প্রত্যাবর্তন করবেন। 

উল্লেখ্য, কমনওয়েলথ গেমস-২০২২-এ বাংলাদেশের ৫০ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল বিভিন্ন প্রতিযোগিতা ও অফিশিয়াল হিসেবে অংশ নেবে। সেনাপ্রধান বিভিন্ন ইভেন্টে উপস্থিত থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের উৎসাহ দেবেন।

গণভোট আইনসভায় নাগরিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে: আলী রীয়াজ

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

সরকারি নীতির বিপরীতে কারখানার অনুমোদন

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ৭৫ দেশের তালিকায় পাকিস্তান, নেই ভারত

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মঞ্জুরুলের বিষয়ে রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ

গাজায় সৈন্য পাঠানো নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন

তিন শ্রেণির আদালত-ট্রাইব্যুনালকে বিশেষ আদালত ঘোষণা

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিওর যে ব্যাখ্যা দিলেন ইসি সচিব

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার