হোম > জাতীয়

সামাজিক ব্যবসা দিবস

১৫তম সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি শুরু হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

বিশ্বজুড়ে সামাজিক ব্যবসার সঙ্গে যুক্ত নেতা ও উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি। ইউনূস সেন্টার ও গ্রামীণ গ্রুপের যৌথ আয়োজনে সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

দুই দিনের কর্মসূচিতে দেশ-বিদেশের সামাজিক ব্যবসার উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প বলবেন।

আয়োজনের বিষয়ে ইউনূস সেন্টারের পক্ষ থেকে বলা হয় এই উদ্যোগের লক্ষ্য হলো একটি টেকসই ও ন্যায়ভিত্তিক ভবিষ্যতের জন্য নতুন পথ নির্মাণ।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো--‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সোশ্যাল বিজনেসই সর্বোত্তম পথ।’

সম্মেলনের আলোচনার বিষয়ে বলা হয়, বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা ব্যবস্থাগুলোতে রয়েছে অসাম্য, অদক্ষতা এবং সীমিত প্রবেশাধিকার, যার ফলে প্রান্তিক জনগোষ্ঠী বঞ্চিত থেকে যাচ্ছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় জরুরি হয়ে পড়েছে সম্মিলিত প্রচেষ্টা—যার মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবার ধ্যানধারণা পুনর্গঠন করতে পারি, ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে পারি, প্রতিরোধমূলক চিকিৎসাকে অগ্রাধিকার দিতে পারি এবং সামাজিক ও নৈতিক দায়িত্ব নিশ্চিত করতে পারি। সম্মেলনের বিভিন্ন প্যানেলে এসব বিষয় নিয়ে আলোচনা হবে—বিশেষ করে সোশ্যাল বিজনেস মডেল, প্রযুক্তির ব্যবহার, নীতিনির্ধারণ কাঠামো এবং অংশীদারত্বের ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী ও টেকসই সমাধান গড়ে তোলার লক্ষ্যে।

স্বাস্থ্যসেবার পাশাপাশি এই ইভেন্টে থাকবে কী-নোট ভাষণ, প্লেনারি সেশন, ব্রেকআউট সেশন এবং আঞ্চলিক ফোরাম—যেখানে যুব শক্তি, পরিবেশগত চ্যালেঞ্জ, অর্থায়ন, এসডিজি ইত্যাদি বিষয়েও আলোচনা হবে। এই সব সেশনের লক্ষ্য একটি মানবিক মূল্যবোধভিত্তিক সভ্যতা গঠন।

সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি শুরু হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হবে অ্যাকাডেমিয়া ডায়ালগ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত এই সেশনে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা আলোচনা করবেন একাডেমিক পরিসরে সোশ্যাল বিজনেস শিক্ষার অগ্রগতি ও ভূমিকা নিয়ে।

৩-জিরো ক্লাব কনভেনশন: একই ভেন্যুতে অনুষ্ঠিতব্য এই কনভেনশনে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের ৩-জিরো ক্লাব সদস্য,৩-জি সাপোর্ট পারসন এবং ৩-জি সাপোর্ট অর্গানাইজেশন প্রতিনিধিরা। এই কনভেনশনের উদ্দেশ্য হলো ‘তিনটি শূন্য’ বা ‘থ্রি জিরো’ অর্জন: শূন্য নিট কার্বন নিঃসরণ; শূন্য সম্পদ কেন্দ্রীকরণ; শূন্য বেকারত্ব। যা উদ্যোক্তাদের ক্ষমতায়নের মাধ্যমে সম্ভব।

সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে সাপ্তাহিক আয়োজনের অংশ হিসেবে সোশ্যাল বিজনেস প্রকল্পভিত্তিক কিছু মাঠ পরিদর্শনের ব্যবস্থা থাকবে, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি প্রকল্প এলাকা ও মানুষদের সঙ্গে দেখা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।

এরপর আগামী ২৯ জুন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিয়া ডায়ালগ ও ৩-জিরো ক্লাব কনভেনশন অনুষ্ঠিত হবে।

পছন্দের প্রতীকই পেলেন তাসনিম জারা

ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭২ কোটি টাকা বরাদ্দ, বিদ্যুৎ না থাকা কেন্দ্রে যে ব্যবস্থা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালামের আত্মসমর্পণ

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু