হোম > জাতীয়

বিমানের জরুরি অবতরণ: ৮ সদস্যের উদ্ধারকারী দল নাগপুরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ওমানের রাজধানী মাসকাট থেকে ঢাকায় আসার পথে পাইলট হঠাৎ অসুস্থ বোধ করায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিমানের শিডিউল ফ্লাইটের (বিজি ০২২) মাধ্যমে আট সদস্যের একটি উদ্ধারকারী দলকে নাগপুরে পাঠানো হয়েছে। সেখান থেকে রাতেই যাত্রীসহ ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে এ তথ্য জানা গেছে। 

বিমান সূত্র বলছে, ফ্লাইটটি ভারতের রায়পুরের আকাশে থাকাকালে পাইলট অসুস্থ বোধ করেন। এ সময় জরুরি অবতরণের জন্য কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা নিকটতম নাগপুর বিমানবন্দরে অবতরণ করার পরামর্শ দেন। সে অনুযায়ী ফ্লাইটটি অবতরণের পর বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটির ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমকে হোপ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে। বিমানের দিল্লি অফিসের কান্ট্রি ম্যানেজারকে জরুরি ভিত্তিতে যাত্রী, ক্রু ও ফ্লাইটের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য নাগপুর পাঠানো হয়েছে। ফ্লাইটটিতে ১২২ জন যাত্রী ছিলেন, সবাই সুস্থ আছেন। উড়োজাহাজেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজকের পত্রিকাকে বলেন, ফ্লাইটটির সব যাত্রী নিরাপদে আছেন। এরই মধ্যে সব যাত্রীর জন্য এয়ারপোর্টের লাউঞ্জে খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। সেখানে সম্মানিত যাত্রীরা সহিষ্ণুতার সঙ্গে দেশে ফেরার অপেক্ষায় আছেন।

পোস্টাল ব্যালটে ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করা হবে: ইসি

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া