হোম > জাতীয়

সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় বাংলাদেশও

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশগুলোর তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশও। চলতি বছরে দেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পাঁচজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে বাংলাদেশে সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। প্রাণঘাতী হামলার পাশাপাশি সাংবাদিকদের নানাভাবে হয়রানি, শারীরিক আঘাত এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। সাংবাদিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপের অভাব দেশটিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

এতে বাংলাদেশে সাংবাদিকদের বর্তমান অবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার সংরক্ষণে আন্তর্জাতিক সম্প্রদায় এবং দেশের অভ্যন্তরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর জোরালো ভূমিকা ও মনোযোগ দাবি করা হয়েছে।

আরএসএফের প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর বিশ্বজুড়ে ৫৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। এদের মধ্যে ফিলিস্তিন, পাকিস্তান, মেক্সিকো এবং বাংলাদেশের সাংবাদিকদের পরিস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে।

তালিকায় বাংলাদেশের পাশাপাশি শীর্ষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। চলতি বছর ইসরায়েলি বাহিনীর হাতে ১৮ জন সাংবাদিক নিহত হয়েছেন, যাঁদের মধ্যে ১৬ জন গাঁজায় এবং ২ জন লেবাননে। আরএসএফ এটিকে ‘নজিরবিহীন রক্তস্নান’ বলে অভিহিত করেছে।

আরএসএফের প্রতিবেদনে সাংবাদিকদের জন্য বিপজ্জনক হিসেবে যে দেশগুলোকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে পাকিস্তানও রয়েছে। যেখানে সাতজন সাংবাদিক নিহত। এ সময়ে ৫৫ জন সাংবাদিক জিম্মি হয়েছেন আর ৯৫ জন নিখোঁজ হয়েছেন।

জাতীয় সংসদ নির্বাচন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থীরা

সাম্য-ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক দেশ গড়ার শপথ

বিজয় দিবসে উদীচীসহ তিন সংগঠনের পতাকা মিছিল ও মুক্তির গান

বিজয়ের দিনে বর্ণিল সাজে লাল–সবুজের দেশ

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

গুলশানে ‘ফেলানী অ্যাভিনিউ’ উদ্বোধন করলেন উপদেষ্টা আদিলুর রহমান

নির্বাচনের আগে ফিরে আসতেই পলাতকদের চোরাগোপ্তা হামলা— সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

ভোট দেশকে এগিয়ে নেওয়ার চাকা, এটি কাউকে চুরি করতে দেবেন না: প্রধান উপদেষ্টা

গণভোটে আপনারা হ্যাঁ/না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন: প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা