হোম > জাতীয়

বাংলাদেশকে ‘অখণ্ড ভারত’ মানচিত্রের যে ব্যাখ্যা দিল দিল্লি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ভারত সরকার নবনির্মিত সংসদ ভবনে একটি মানচিত্র স্থাপন করেছে। এই মানচিত্রে বাংলাদেশসহ প্রতিবেশী কয়েকটি দেশকে ‘অখণ্ড ভারতের’ অংশ হিসেবে দেখানো হয়েছে। এ নিয়ে আপত্তি জানিয়েছে পাকিস্তান, নেপালসহ আরও কয়েকটি দেশ। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে দেশটির সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছিল ঢাকাও। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর জবাব দিয়েছে। 

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেটি একটি ম্যুরাল। এতে সম্রাট অশোকের রাজত্বের আওতাধীন এলাকা বোঝানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ‘অখণ্ড ভারত’ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম দিল্লি থেকে এই জবাব পাওয়ার কথা জানান। 

ভারত সরকারের দেওয়া ব্যাখ্যা উদ্ধৃত করে রফিকুল আলম বলেন, ‘আমাদের জানানো হয়েছে, ম্যুরালটিতে অশোকের সাম্রাজ্য খচিত হয়েছে, যা সংবাদমাধ্যমে “অখণ্ড ভারত” হিসেবে প্রচার করা হয়েছে।’ 

ম্যুরাল স্থাপনের মূল ভাবনা ছিল প্রাচীন ভারত, এমন তথ্য দিয়ে ভারত সরকার জানিয়েছে, ‘সম্রাট অশোকের রাজত্ব ফুটিয়ে তুলতে তাঁর রাজ্যের ব্যাপ্তি, সমসাময়িক কালে সংগঠিত জবাবদিহিমূলক এবং উন্নয়ন ব্যবস্থার প্রতীক হিসেবে এটি স্থাপন করা হয়েছে।’ 

‘অখণ্ড ভারত’ ম্যুরালে বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও মিয়ানমার।

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা