হোম > জাতীয়

বাংলাদেশকে ‘অখণ্ড ভারত’ মানচিত্রের যে ব্যাখ্যা দিল দিল্লি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ভারত সরকার নবনির্মিত সংসদ ভবনে একটি মানচিত্র স্থাপন করেছে। এই মানচিত্রে বাংলাদেশসহ প্রতিবেশী কয়েকটি দেশকে ‘অখণ্ড ভারতের’ অংশ হিসেবে দেখানো হয়েছে। এ নিয়ে আপত্তি জানিয়েছে পাকিস্তান, নেপালসহ আরও কয়েকটি দেশ। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে দেশটির সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছিল ঢাকাও। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর জবাব দিয়েছে। 

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেটি একটি ম্যুরাল। এতে সম্রাট অশোকের রাজত্বের আওতাধীন এলাকা বোঝানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ‘অখণ্ড ভারত’ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম দিল্লি থেকে এই জবাব পাওয়ার কথা জানান। 

ভারত সরকারের দেওয়া ব্যাখ্যা উদ্ধৃত করে রফিকুল আলম বলেন, ‘আমাদের জানানো হয়েছে, ম্যুরালটিতে অশোকের সাম্রাজ্য খচিত হয়েছে, যা সংবাদমাধ্যমে “অখণ্ড ভারত” হিসেবে প্রচার করা হয়েছে।’ 

ম্যুরাল স্থাপনের মূল ভাবনা ছিল প্রাচীন ভারত, এমন তথ্য দিয়ে ভারত সরকার জানিয়েছে, ‘সম্রাট অশোকের রাজত্ব ফুটিয়ে তুলতে তাঁর রাজ্যের ব্যাপ্তি, সমসাময়িক কালে সংগঠিত জবাবদিহিমূলক এবং উন্নয়ন ব্যবস্থার প্রতীক হিসেবে এটি স্থাপন করা হয়েছে।’ 

‘অখণ্ড ভারত’ ম্যুরালে বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও মিয়ানমার।

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়