হোম > জাতীয়

আসনের সীমানা ও আচরণবিধি নিয়ে বৈঠকে বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আগামীকাল বৃহস্পতিবার কমিশনের সপ্তম সভা অনুষ্ঠিত হবে। ওই সভার দুটি অ্যাজেন্ডার একটি হচ্ছে—জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ; আরেকটি হচ্ছে—সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে ৭৬টি আসনের ওপর ৬৩৮টি আবেদন ইসিতে জমা পড়েছে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের একটি খসড়া তালিকা আজ কমিশন সভায় তোলা হতে পারে। ইসিতে আসা আবেদন বিবেচনা, প্রশাসনিক, ভৌগোলিক অখণ্ডতাসহ কয়েকটি বিষয় বিবেচনা করে বেশ কিছু আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়াটি তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে সীমানা নির্ধারণ-সংক্রান্ত কমিটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এ খসড়া তৈরি করেছে। কমিশন এ তালিকা অনুমোদন করলে তার ওপর সাধারণ মানুষের দাবি-আপত্তি জানানোর সময় দেওয়া হবে।

এরই মধ্যে সীমানা পুনর্বিন্যাসের বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, প্রশাসনিক অখণ্ডতা, ভৌগোলিক সুবিধা, জনসংখ্যা, ভোটারসংখ্যা, পাশাপাশি ঐতিহাসিক ভিত্তিও বিবেচনায় নেওয়া হবে।

ইসি সূত্র জানায়, সর্বশেষ গত ২১ মে অনুষ্ঠিত কমিশনের ষষ্ঠ সভায় আচরণ বিধিমালা সংশোধনীর খসড়া উপস্থাপন করা হয়েছিল। আরপিও সংশোধন না হওয়ায় তখন সেটি ফেরত পাঠানো হয়। আবারও সংশোধনীর খসড়া কমিশন সভায় তোলা হচ্ছে। যদিও চলতি সপ্তাহে আচরণ বিধিমালার খসড়া নিয়ে চার নির্বাচন কমিশনার একাধিকবার বৈঠক করেছেন বলেও জানা গেছে।

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর