হোম > জাতীয়

সরকারি অফিস খুলছে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা ছয় দিনের ছুটি শেষে সরকারি অফিসগুলো খুলছে আগামী বৃহস্পতিবার (৫ মে)। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৯ এপ্রিল থেকে ৪ মে (বুধবার) পর্যন্ত ঈদের ছুটিতে বন্ধ ছিল সরকারি প্রতিষ্ঠানগুলো। 

গত মঙ্গলবার সারা দেশে উদ্‌যাপিত হয় পবিত্র ঈদুল ফিতর। তার আগে, গত ২৯ ও ৩০ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় স্বাভাবিকভাবেই ছিল সাপ্তাহিক ছুটি। পয়লা মে রোববার ছিল মে দিবসের ছুটি। এরপরের তিনদিন অর্থাৎ, ২,৩ ও ৪ মে যথাক্রমে সোম, মঙ্গল ও বুধবার ঈদের ছুটি কাটিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ফলে, ৫ মে অর্থাৎ, বৃহস্পতিবার একদিন খোলা থাকার পর আবার দুদিনের সাপ্তাহিক ছুটি পাবেন তাঁরা। তাই যারা ৫ মে ছুটি নিয়েছেন তাঁরা টানা ৯ দিনের ছুটি পেয়ে যাচ্ছেন। সে ক্ষেত্রে তাদের আগামী ৮ মে অফিস করতে হবে তাদের। 

করোনা মহামারির কারণে গত দুই বছর ঈদ কেটেছে নানা বিধিনিষেধের মধ্যে। তবে চলতি বছর করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বাভাবিক পরিস্থিতিতেই পালিত হয়েছে ঈদুল ফিতর। গত দুই বছর করোনা সংক্রমণ রোধে ট্রেন, দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। তাই এক মাস রোজা রাখার পর গত দুটি ঈদুল ফিতর গ্রামে থাকা প্রিয়জনদের সান্নিধ্যে গিয়ে কাটাতে পারেননি দেশের বিভিন্ন প্রান্ত থেকে জীবিকার সন্ধানে পরিবার থেকে দূরে থাকা মানুষেরা। 

তবে, এবার প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে অসংখ্য মানুষের রাজধানী ছাড়ার চিরাচরিত সেই চিত্র চোখে পড়েছে। লাখ লাখ মানুষ গ্রামে ফেরায় এবারও বরাবরের মতো ফাঁকা ঢাকা। 

নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারত্ব ও নিরপেক্ষতার ওপর গুরুত্ব সেনাপ্রধানের

এনআইডি সংশোধন কার্যক্রম চালু হচ্ছে কবে, জানাল ইসি

প্রতি ভোটকেন্দ্রে থাকবে অন্তত ৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সশস্ত্র সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লা–১০: দ্বৈত নাগরিকত্বে আটকে গেলেন বিএনপির প্রার্থী গফুর, হাইকোর্টও ফিরিয়ে দিলেন তাঁকে

নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন

ভোটের আগের দিন সাধারণ ছুটি থাকবে: প্রেস সচিব

৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ

বেশি বেতনের লোভ দেখিয়ে পাচার, মিয়ানমার থেকে উদ্ধার ৮ বাংলাদেশি দেশে ফিরছেন

ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন