হোম > জাতীয়

সরকারি অফিস খুলছে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা ছয় দিনের ছুটি শেষে সরকারি অফিসগুলো খুলছে আগামী বৃহস্পতিবার (৫ মে)। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৯ এপ্রিল থেকে ৪ মে (বুধবার) পর্যন্ত ঈদের ছুটিতে বন্ধ ছিল সরকারি প্রতিষ্ঠানগুলো। 

গত মঙ্গলবার সারা দেশে উদ্‌যাপিত হয় পবিত্র ঈদুল ফিতর। তার আগে, গত ২৯ ও ৩০ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় স্বাভাবিকভাবেই ছিল সাপ্তাহিক ছুটি। পয়লা মে রোববার ছিল মে দিবসের ছুটি। এরপরের তিনদিন অর্থাৎ, ২,৩ ও ৪ মে যথাক্রমে সোম, মঙ্গল ও বুধবার ঈদের ছুটি কাটিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ফলে, ৫ মে অর্থাৎ, বৃহস্পতিবার একদিন খোলা থাকার পর আবার দুদিনের সাপ্তাহিক ছুটি পাবেন তাঁরা। তাই যারা ৫ মে ছুটি নিয়েছেন তাঁরা টানা ৯ দিনের ছুটি পেয়ে যাচ্ছেন। সে ক্ষেত্রে তাদের আগামী ৮ মে অফিস করতে হবে তাদের। 

করোনা মহামারির কারণে গত দুই বছর ঈদ কেটেছে নানা বিধিনিষেধের মধ্যে। তবে চলতি বছর করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বাভাবিক পরিস্থিতিতেই পালিত হয়েছে ঈদুল ফিতর। গত দুই বছর করোনা সংক্রমণ রোধে ট্রেন, দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। তাই এক মাস রোজা রাখার পর গত দুটি ঈদুল ফিতর গ্রামে থাকা প্রিয়জনদের সান্নিধ্যে গিয়ে কাটাতে পারেননি দেশের বিভিন্ন প্রান্ত থেকে জীবিকার সন্ধানে পরিবার থেকে দূরে থাকা মানুষেরা। 

তবে, এবার প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে অসংখ্য মানুষের রাজধানী ছাড়ার চিরাচরিত সেই চিত্র চোখে পড়েছে। লাখ লাখ মানুষ গ্রামে ফেরায় এবারও বরাবরের মতো ফাঁকা ঢাকা। 

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা