হোম > জাতীয়

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হলে পেশা ছাড়তে হবে: আইনজীবীদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাইকোর্টের রায়ের আলোকে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যালয়ে ১০ আইনজীবীর সমন্বয়ে কমিটি আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। 

কমিটির সভাপতি হলেন জেসমিন সুলতানা। সদস্যদের মধ্যে রয়েছেন রমজান আলী সিকদার, রেহানা সুলতানা, ইমতিয়াজ ফারুক, আঞ্জুমান আরা রানু, হারুন-অর-রশিদ, নিঘাত সীমা, মাহবুবা আক্তার, শবনম মোস্তারী ও মাহমুদা আফরোজ মনি। 

পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘কোনো আইনজীবীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হলে, তিনি এ পেশায় থাকতে পারবেন না। কোনো নীতিমালা না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায়কে আইন হিসেবে মেনে চলতে হবে। এটি (রায়) মেনে চলা আমাদের জন্য আবশ্যক। সুপ্রিম কোর্টে এমন কোনো ঘটনা ঘটতে পারে বলে আমরা বিশ্বাস করি না।’ 

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এখনো পর্যন্ত এমন কোনো অভিযোগ পাইনি। ভবিষ্যতে কী হবে, জানি না। কমিটি দায়িত্ব নিয়েছে, তারা বিষয়টি দেখবে। আমি বিশ্বাস করি, এখানে আমরা সবাই বন্ধুর মতো কাজ করি। নিজের দায়িত্ব সম্পর্কে আমরা সবাই সচেতন। কোনো আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ আসলে, তাকে আর কেউ বিশ্বাস করবে না। তাকে হেয় হতে হবে। আইন পেশায় থাকাটা তার জন্য দুরূহ হয়ে যাবে।’ 
 
এ সময় আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ্ মঞ্জুরুল হক, সাবেক সম্পাদক আব্দুন নূর দুলাল প্রমুখ।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন