হোম > জাতীয়

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হলে পেশা ছাড়তে হবে: আইনজীবীদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাইকোর্টের রায়ের আলোকে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যালয়ে ১০ আইনজীবীর সমন্বয়ে কমিটি আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। 

কমিটির সভাপতি হলেন জেসমিন সুলতানা। সদস্যদের মধ্যে রয়েছেন রমজান আলী সিকদার, রেহানা সুলতানা, ইমতিয়াজ ফারুক, আঞ্জুমান আরা রানু, হারুন-অর-রশিদ, নিঘাত সীমা, মাহবুবা আক্তার, শবনম মোস্তারী ও মাহমুদা আফরোজ মনি। 

পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘কোনো আইনজীবীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হলে, তিনি এ পেশায় থাকতে পারবেন না। কোনো নীতিমালা না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায়কে আইন হিসেবে মেনে চলতে হবে। এটি (রায়) মেনে চলা আমাদের জন্য আবশ্যক। সুপ্রিম কোর্টে এমন কোনো ঘটনা ঘটতে পারে বলে আমরা বিশ্বাস করি না।’ 

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এখনো পর্যন্ত এমন কোনো অভিযোগ পাইনি। ভবিষ্যতে কী হবে, জানি না। কমিটি দায়িত্ব নিয়েছে, তারা বিষয়টি দেখবে। আমি বিশ্বাস করি, এখানে আমরা সবাই বন্ধুর মতো কাজ করি। নিজের দায়িত্ব সম্পর্কে আমরা সবাই সচেতন। কোনো আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ আসলে, তাকে আর কেউ বিশ্বাস করবে না। তাকে হেয় হতে হবে। আইন পেশায় থাকাটা তার জন্য দুরূহ হয়ে যাবে।’ 
 
এ সময় আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ্ মঞ্জুরুল হক, সাবেক সম্পাদক আব্দুন নূর দুলাল প্রমুখ।

পরিবেশ ভালো আছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

মনোনয়নপত্র যাচাই-বাছাই: বাতিল ৭২৩ জনের

গুম কমিশনের প্রতিবেদন: গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য

গণভোটের প্রচারে দেশজুড়ে সরকারি উদ্যোগ—প্রতিটি বিভাগে হবে বড় কর্মশালা

গুম থেকে জীবিত ফিরেছে জামায়াতের বেশি, না ফেরা বেশির ভাগই বিএনপির

নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলপিজির মজুত পর্যাপ্ত, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: মন্ত্রণালয়

সবচেয়ে বেশি লাশ গুম হয় বলেশ্বর নদে: চূড়ান্ত প্রতিবেদন

ন্যাশনাল ব্যাংকের ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ আহমদ তৈয়্যব