হোম > জাতীয়

নদীর দূষণ-দখল রোধে ডিসিদের নজরদারির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নদীর নাব্যতা রক্ষা এবং দূষণ ও দখল রোধে জেলা প্রশাসকদের (ডিসি) আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন আজ বৃহস্পতিবার পানিসম্পদ, নৌ-পরিবহন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এই তথ্য জানান।

নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘নদীগুলোতে যেন নাব্যতা থাকে, নদী দূষণ এবং দখলের হাত থেকে রক্ষা করার জন্য জেলা প্রশাসকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ আমাদের নদী রক্ষার যে জেলা কমিটি তার সভাপতি জেলা প্রশাসক। তারা ইতিমধ্যে অনেক ভূমিকা রাখছেন এবং এগুলো আরও জোরদার করার তাদের বলা হয়েছে।’  

কেউ যাতে অবৈধভাবে বালু তুলতে না পারে, সে বিষয়ে তদারকি করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান নৌপ্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘স্থলবন্দরগুলোতে অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ আমাদের স্থলবন্দর যেগুলো আছে, সেখানে পণ্য আমদানি-রপ্তানি হয়। সে জায়গায় কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড যাতে না হয়, সে জন্য জেলা প্রশাসনের নজরদারি আছে, তারা রাখছেন। তারপরেও এটা জোরদার করার জন্য আমরা বলেছি।’ 

সাম্প্রতিক সময়ে নৌদুর্ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে এক প্রশ্নে খালিদ মাহমুদ বলেন, ‘নৌখাতে দীর্ঘদিন ধরে একটা অচলায়তন, অনিয়ম হয়ে আসছে। এত বড় একটা সেক্টর, একবারে এখানে পরিবর্তন সম্ভব নয়। আমি প্রথম থেকেই বলে আসছি, নকশায় পরিবর্তন করা দরকার। শুধু কোভিড পরিস্থিতির কারণে নয়, আধুনিক যুগে এটি চলে না, এ জায়গাটায় আমরা নজর দিচ্ছি। আমাদের লক্ষ্য এই সেক্টরকে নিরাপদ করা।’

জেলা প্রশাসক (ডিসি) সম্পর্কিত আরও পড়ুন:

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র