হোম > জাতীয়

বিসিএসের ভাইভার নম্বর ৫০ করার চিন্তা পিএসসির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

বিসিএসের ভাইভার নম্বর ১০০ থেকে কমিয়ে ৫০ করার চিন্তা করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার বিকেলে পিএসসির সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এই পরিকল্পনার কথা জানান চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।

এর আগে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ সংশোধন করে, বিসিএস পরীক্ষা মোট নম্বর আগে ১১০০ থাকলেও ৪৭তম বিসিএস থেকে তা কমিয়ে ১০০০ করা হয়েছে। এ ক্ষেত্রে ভাইভা বা মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। তবে ভবিষ্যতে তা আরও কমানোর বার্তা দিলেন পিএসসি চেয়ারম্যান।

ব্রিফিংয়ে চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ভাইভাতে ১০০ নম্বরের কথা বলা হয়েছে, এখন ৪৭ থেকে ১০০ নম্বর। ভাইভাতে ১০০ নম্বরের পরিবর্তে ৫০ করা হতে পারে।

মোবাশ্বের মোনেম বলেন, ‘আমরা বলছি যে একটা বিষয় আছে যেটাকে বলে অ্যাসেসমেন্ট সেন্টার, যেখানে সাইকোমেট্রিক অ্যানালাইসিস করা হয়। এখনকার যে বাংলাদেশ সিভিল সার্ভিস, এই সিভিল সার্ভিসের জন্য কোর কম্পিটেন্স কী দরকার হয়, তা অলরেডি আমরা জানি। কিন্তু আমরা একটা রিসার্চও করছি এটা নিয়ে, যে কোর কম্পিটেন্স কী হবে, সেটার ওপর বেস করে অ্যাসেসমেন্ট সেন্টারের প্যারামিটারগুলোতে হয়তো রাখা হবে, সেই কম্পিটেন্সগুলো ধরে একটা অ্যাসেসমেন্ট হবে, যেটা হবে ডিজিটাল অ্যাসেসমেন্ট যেখানে হিউম্যান বিংয়ের কিছু থাকবে না।’

তিনি আরও বলেন, ‘এরপরের ৫০ নম্বর হয়তো আমার ইউজুয়াল যে ভাইভা সে রকমভাবে হবে। এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। আমরা চেষ্টা করব যা যা বলছি, আমরা যত দিন এই কমিশনে থাকব, তত দিনের মধ্যে যাতে তার ইমপ্লিমেন্টেশন করা। আমার মনে হয়, আমরা যে আন্তরিকতা নিয়ে কাজ করছি, তাতে আমরা ইনশা আল্লাহ তা করতে পারব।’

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন