হোম > জাতীয়

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন সেপ্টেম্বরের শুরুতে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা আসছেন। আগামী ৭ সেপ্টেম্বর তাঁর ঢাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে বাংলাদেশের একজন কূটনীতিক জানিয়েছেন। তবে তাঁর সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ভিসা নীতি ঘোষণা করার পর থেকে দেশটির সঙ্গে সরকারের সম্পর্কে টানাপোড়েন চলছে। এমন প্রেক্ষাপটে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফরের ভিন্ন তাৎপর্য রয়েছে বলে মনে করছেন কূটনীতিকেরা।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে জি-২০ শীর্ষ  সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। একইসঙ্গে এই অঞ্চলে তাঁর একাধিক সফর নিয়ে কথা চলছে বলে একজন কূটনীতিক জানিয়েছেন।

ঢাকা সফরে লাভরভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আর দ্বিপক্ষীয় বৈঠক করবেন তাঁর বাংলাদেশ প্রতিপক্ষ এ কে আব্দুল মোমেনের সঙ্গে। 

বৈঠকে বৈশ্বিক রাজনীতি, বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে।

লাভরভের এই সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা আছে বলে জানান একজন কূটনীতিক।

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল