হোম > জাতীয়

পদ্মা সেতুর সড়কপথের কাজ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আরও একধাপ এগিয়ে গেল পদ্মা সেতুর কাজ। পদ্মা সেতুর সড়কপথের সর্বশেষ স্ল্যাব আজ সকালে সেতুর ওপরে বসানো হয়েছে। এর মাধ্যমে মাওয়া থেকে জাজিরা পর্যন্ত সেতুটির সড়কপথের কাজ প্রায় শেষের পথে। এখন শুধু বাকি থাকল স্ল্যাবের ওপর দিয়ে পিচঢালাই। 

স্ল্যাব বসানোর কাজ শেষ হওয়ার বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের আজকের পত্রিকা'কে বলেন, সোমবার সকাল ১০টা ১২  মিনিটে সেতুর ওপরে সর্বশেষ রোড স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। আমাদের টার্গেট ছিল এ মাসের মধ্যেই এই কাজ শেষ করার। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে পেরেছি। এটা আমাদের জন্য একটা বড় অর্জন। 

বর্তমানে সেতুর দুই পাশের প্যারাপেট ওয়ালের কাজও চলছে। প্রকল্প সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুম চলে গেলে অক্টোবর-নভেম্বরের দিকে সেতুর ওপরে কার্পেটিং বা পিচ ঢালাইয়ের কাজ শুরু হতে পারে। সেতুর সব কাজ শেষ হলে আগামী বছরের জুনে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলের কথা রয়েছে। 

আগেই শেষ হয়েছে পদ্মা সেতুর নিচ দিয়ে রেল চলাচলের অংশে ২ হাজার ৯৫৯টি রেল স্ল্যাব বসানোর কাজ। রেললাইনের অংশে বর্তমানে গ্যাস পাইপলাইনের কাজ শুরু হয়েছে। তবে এখনো রেললাইন বসানোর কাজ শুরু হয়নি। 

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

৬ দশমিক ১৫ কিলোমিটার দ্বিতল পদ্মা সেতু মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরাকে যুক্ত করেছে। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি)। নদীশাসনের কাজ করছে দেশটির আরেক প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। 

অগ্রাধিকার তালিকায় থাকা এই মেগা প্রকল্পের নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালের ডিসেম্বরে। এতে ব্যয় হচ্ছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। 

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

মনোনয়নপত্রে সন্তানের আয়ের তথ্য দেওয়া ঐচ্ছিক—বিএনপির সঙ্গে বৈঠকের পর ইসির চিঠি

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদির খুনিদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন—জানাল ডিএমপি

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল