হোম > চাকরি > সরকারি

স্যাটেলাইট কোম্পানির লিখিত পরীক্ষা ২৩ আগস্ট

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২৩ আগস্ট এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ আগস্ট (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলফল বিএসসিএলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদেরকে প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময়ে জানানো হবে।

টেলিটক কর্তৃক প্রকাশিত প্রবেশপত্র সংগ্রহ করতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হলে ২০ আগস্টের মধ্যে ০২-৪১০৩০০৯২ এই নম্বরে যোগাযোগ করা যাবে।

এর আগে, বিএসসিএলে ১৫ পদে নিয়োগের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারিতে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীদেরকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের এসএমএসের মাধ্যমে প্রেরিত লিংক থেকে নিজ নিজ প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশ

বিজেএসসির অফিস সহায়ক পদের পরীক্ষার সূচি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৮৬ জনের চাকরি

১০ পদে চাকরি দেবে বিএসটিআই

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি

কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ শিশু হাসপাতাল

জ্বালানি কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার সূচি

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের পরীক্ষা ৩১ জানুয়ারি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরীক্ষার ফল প্রকাশ

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম