ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দুটি পদের মৌখিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ২০২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
ডিএমটিসিএলের যুগ্ম সচিব খোন্দকার এহতেশামুল কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দুটি পদ হলো—টিকিট মেশিন অপারেটর ও কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের দিয়াবাড়ির কার্যালয় থেকে নিয়োগপত্র সংগ্রহের অনুরোধ করা যাচ্ছে। উত্তীর্ণ প্রার্থীদের খুদে বার্তার মাধ্যমে মৌখিক পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।