হোম > চাকরি > সরকারি

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকারা গেজেটেড পদমর্যাদা লাভ করতে যাচ্ছেন, যা ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।

উপসচিব (বাস্তবায়ন অনুবিভাগ) মোহাম্মদ গোলাম কবিরের সই করা চিঠিটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, এডুকেশন ডিপার্টমেন্টের ১৯৭০ সালের ১৭ জুলাইয়ের স্মারক নম্বর ৮৩২ ইডিএনের তফসিলে ‘সহকারী শিক্ষক বা শিক্ষিকা’ পদটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এই পদ এখন থেকে গেজেটেড হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট শিক্ষকেরা বর্ধিত বেতনসহ অন্যান্য সরকারি সুবিধা ভোগ করবেন।

আরও বলা হয়, দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা একটি এবং প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা দুটি অগ্রিম বর্ধিত বেতন সুবিধা পাবেন। এই আদেশ ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, চিঠিটি পেয়েছি। এখন অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে অফিস আদেশ জারি করা হবে।

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২২ জনের চাকরি

ডাকের বিভাগের অধীনে বিভিন্ন পদের পরীক্ষার সূচি

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরীক্ষার ফল প্রকাশ

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ শিগগিরই

জাতীয় জাদুঘরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৮৮

কারা অধিদপ্তরের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৬

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষা ২৪ জানুয়ারি

চট্টগ্রাম সিটি করপোরেশনের পরীক্ষার সূচি

ফরেন সার্ভিস একাডেমির পরীক্ষা ৫ ফেব্রুয়ারি, প্রার্থী ১০২