হোম > চাকরি > সরকারি

গ্রাম প্রতিরক্ষা বাহিনী মৌখিক পরীক্ষার সূচি

চাকরি ডেস্ক 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩১ ধরনের পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ১০ আগস্ট থেকে এ পরীক্ষা শুরু হবে। সোমবার (৪ আগস্ট) বাহিনীর পরিচালক (রেকর্ড) মোহাম্মদ নূরুল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩১টি ক্যাটাগরির বিভিন্ন পদে প্রাথমিক/লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দক্ষতা যাচাই/ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা ১০ আগস্ট থেকে শুরু হচ্ছে।

গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ১৬ জুলাই এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দক্ষতা যাচাই /ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় তিন-চার দিন আগে প্রার্থীর মোবাইল ফোন নম্বরে এসএমএস এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

একই পদের প্রার্থীদের দক্ষতা যাচাই/ ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা ভিন্ন ভিন্ন তারিখে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশ

বিজেএসসির অফিস সহায়ক পদের পরীক্ষার সূচি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৮৬ জনের চাকরি

১০ পদে চাকরি দেবে বিএসটিআই

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি

কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ শিশু হাসপাতাল

জ্বালানি কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার সূচি

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের পরীক্ষা ৩১ জানুয়ারি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরীক্ষার ফল প্রকাশ

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম