হোম > চাকরি > ক্যারিয়ার পরামর্শ

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট-১৩

গাজী মিজানুর রহমান

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারী প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আপনাদের প্রস্তুতি এগিয়ে রাখতে নিয়মিত সহায়িকা পাতায় থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। 
আজ সাধারণ জ্ঞান বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট তুলে ধরা হলো:

১. বাংলাদেশের ‘জাতীয় পতাকা দিবস’ কবে? 
    ক) ১ মার্চ    খ) ২ মার্চ
    গ) ৩ মার্চ    ঘ) ৪ মার্চ

২. মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
    ক) ১০ নম্বর    খ) ৮ নম্বর
    গ) ২ নম্বর    ঘ) ৩ নম্বর

৩. বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? 
    ক) রাজশাহী    খ) সিলেট
    গ) কুমিল্লা    ঘ) যশোর

৪. মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? 
    ক) মাইনুল হোসেন
    খ) রুহুল কুদ্দুস 
    গ) তানভীর কবির
    ঘ) এইচ টি ইমাম

৫. ২৬ মার্চ ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করেন কে? 
    ক) এম এ হান্নান
    খ) মেজর জিয়াউর রহমান 
    গ) এম আর আখতার মুকুল
    ঘ) আবু সাঈদ চৌধুরী

৬. ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত? 
    ক) ১৭৫ জন    খ) ৪২৬ জন
    গ) ২৮৫ জন    ঘ) ৬৭৬ জন

৭. একমাত্র বীর বিক্রম খেতাবধারী উপজাতি মুক্তিযোদ্ধা ইউ কে চিং মারমা কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন? 
    ক) ৮ নম্বর    খ) ২ নম্বর
    গ) ১০ নম্বর    ঘ) ৬ নম্বর

৮. কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ ভারত থেকে এনে সমাহিত করা হয়?
    ক) মতিউর রহমান
    খ) হামিদুর রহমান
    গ) রুহুল আমীন
    ঘ) মোস্তফা কামাল

৯. বাংলাদেশের জাতিসংঘে সদস্যপদ লাভে কোন দেশ বাংলাদেশের বিপক্ষে ভেটো প্রদান করেছিল?
    ক) রাশিয়া    খ) মার্কিন যুক্তরাষ্ট্র
    গ) চীন    ঘ) ভারত

১০. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় চীনের প্রেসিডেন্ট কে ছিলেন? 
    ক) ঝু এনলাই    খ) ইয়ান হো
    গ) মা-ও সেতুং    ঘ) শরণ সিং

১১. ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস ‘আর্তনাদ’ লিখেছেন—
    ক) সেলিনা হোসেন
    খ) শওকত ওসমান
    গ) মাহবুব উল আলম চৌধুরী
    ঘ) আলাউদ্দিন আল আজাদ

১২. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘একাত্তরের জননী’ কে লিখেছেন? 
    ক) জাফর ইকবাল
    খ) জাহানারা ইমাম
    গ) রমা চৌধুরী
    ঘ) রাবেয়া খাতুন

১৩. ‘The Blood Telegram’ বইটি কার লেখা? 
    ক) গ্যারি জে বাস
    খ) সিদ্দিক সালিক
    গ) মেজর আব্দুল জলিল
    ঘ) আর্চার কে ব্লাড

১৪. বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্যপদ লাভ করে? 
    ক) ৩৬তম    খ) ৩৯তম
    গ) ৩৭তম    ঘ) ২৯তম

১৫. বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত বছরের জন্য?
    ক) ১০০ বছর    খ) ২৫ বছর 
    গ) ৫০ বছর     ঘ) ৩৫ বছর

১৬. বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে কোন দেশের পতাকার মিল রয়েছে? 
    ক) চীন    খ) রাশিয়া
    গ) জাপান    ঘ) ইরাক

১৭. মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে? 
    ক) মোস্তফা হারুন কুদ্দুস হিলি
    খ) স্থপতি ফরিদউদ্দীন আহমেদ
    গ) স্থপতি জামি-আল-শফি
    ঘ) মঈনুল হোসেন

১৮. জাতীয় জন্মনিবন্ধন দিবস—
    ক) ১ জুলাই    খ) ৩ জুলাই
    গ) ৪ জুলাই    ঘ) ৭ জুলাই

১৯. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
    ক) ইরাক    খ) সেনেগাল
    গ) কুয়েত    ঘ) বার্বাডোস

২০. বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করে কত সালে? 
    ক) ১৯৭২     খ) ১৯৮৭ 
    গ) ১৯৭৬     ঘ) ১৯৮৪ 

উত্তরপত্র: ১. খ ২. গ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. খ ৯. গ ১০. গ ১১. খ ১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. গ

শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

যেমন হবে বার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি

ক্যারিয়ারে অগ্রগতির বড় শক্তি নেটওয়ার্কিং

মেডিকেল ভর্তি: প্রস্তুতির সঠিক কৌশল

চাকরিপ্রার্থীদের শেখার আগ্রহ থাকতে হবে

চাকরির পাশাপাশি ব্যবসা শুরুর ৫ ধাপ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েও বিসিএস দিলেন?

আইনে পড়ার ভবিষ্যৎ

প্রথমবার টিম লিডার হলে যেভাবে সহকর্মীদের সামলাবেন

বিসিএসের নমুনা ভাইভা: সিভিল সার্ভেন্ট কারা?

সঞ্চয়ের জাপানি পথ ‘কাকেবো’ পদ্ধতি