হোম > চাকরি > ক্যারিয়ার পরামর্শ

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট -০৮

গাজী মিজানুর রহমান

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারী প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আপনাদের প্রস্তুতি এগিয়ে রাখতে নিয়মিত আজকের পত্রিকার সহায়িকা পাতায় থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। আজ গণিত বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট তুলে ধরা হলো:

১। ৩৫% দশমিকে প্রকাশ করো? 
    ক. ০.০৩৫    খ. ০.৩৫ 
    গ. ৩.০৫       ঘ. সবগুলোই

২। ২০০ টাকার ১২.৫% কত? 
    ক. ১৫     খ. ২০ 
    গ. ২৫     ঘ. ৩০

৩। একটি সংখ্যার ১২% নিলে ৯৬ পাওয়া যায়, সংখ্যাটি কত? 
    ক. ৮০০     খ. ৭২০ 
    গ. ৯৬০     ঘ. ১২০০

৪। ২৫% দাম কমার পর ২০% দাম বাড়লে মোটের ওপর শতকরা পরিবর্তন কত হবে?
    ক. ৫     খ. ১০ 
    গ. ১৫    ঘ. ২০

৫। একটি স্কুলের ৭০% ছাত্র ফুটবল, ৭৫% হকি, ৮০% ক্রিকেট খেলা পছন্দ করে। ওই স্কুলে শতকরা কতজন ছাত্র তিনটি খেলাই পছন্দ করে।
    ক. কোনটি নয়     খ. ২৫ 
    গ. ৩০               ঘ. ৩৫

৬। একটি পাঠ্যবই প্রকৃত মূল্যের শতকরা ৯০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় করা হলো। বইটির প্রকৃত মূল্য কত? 
    ক. ৭০     খ. ৭৫ 
    গ. ৮০     ঘ. ৮৫

৭। যদি ১৫টি পোশাকের মধ্যে শতকরা ৮০% পোশাক শার্ট হয়, তবে ১৫টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়? 
    ক. ৩     খ. ১২ 
    গ. ৮     ঘ. ৬

৮। ৩০,৫০-এর শতকরা কত অংশ?
    ক. ৩০%    খ. ৫০%
    গ. ৬০%    ঘ. ৫৫%

৯। একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। আসাদ ৬০টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে? 
    ক. ৭০%    খ. ৭৫%
    গ. ৮০%    ঘ. ৮৫%

১০। ৩: ৫-কে শতকরায় প্রকাশ করো। 
    ক. ৭০%    খ. ৬০%
    গ. ৩০%    ঘ. ৫০%

১১। এক (১) কোন সংখ্যা? 
    ক। মৌলিক            খ। যৌগিক
    গ। স্বাভাবিক          ঘ। কোনোটিই নয়।

১২। নিচের কোনটি অঋণাত্মক সংখ্যা? 
     ক. -১
     খ. ০ 
     গ. ১
     ঘ. কোনোটিই নয়।

১৩। শূন্য (০) কোন সংখ্যা? 
    ক. পূর্ণসংখ্যা
    খ. ধনাত্মক সংখ্যা
    গ. ঋণাত্মক সংখ্যা
    ঘ. সবগুলোই

১৪। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ৩৯ হলে প্রথম ও শেষ অঙ্কের বিয়োগফল কত? 
    ক. ১     খ. ২ 
    গ. ৩     ঘ. ৪

১৫। ১২ থেকে ৩২-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 
    ক. ৫     খ. ৬ 
    গ. ৭     ঘ. ৮

 ১৬। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? 
    ক. ১৩     খ. ৯৭ 
    গ. ৫৩     ঘ. ৯১

 ১৭। ১ / ২-এর শতকরা কত ৩ / ৪ হবে? 
    ক. ১২৬%    খ. ১২০%
    গ. ১৫০%    ঘ. ১৪০%

 ১৮। নিচের কোনটি ৪৮: ৬০-এর শতকরায় প্রকাশ? 
    ক. ৪৮%   খ. ৬০%
    গ. ২৯%    ঘ. ৮০%

১৯। কোনো বছরে একটি গ্রামের লোকসংখ্যা ১২% বাড়ে। বছরের শেষে লোকসংখ্যা ৩৩৫০ হলে, বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল? 
    ক. ২৮০০         খ. ২৯০০ 
    গ. ৩০০০         ঘ. কোনোটিই নয়।

২০। নিচের কোনটি অবাস্তব সংখ্যা? 
    ক. রুট ১০০   খ. -১০০ 
    গ. রুট-১০০   ঘ. কোনোটিই নয়

উত্তরপত্র - ১. ২. ৩. ৪. ৫. ৬. ৭. ৮. ৯. ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০.

গাজী মিজানুর রহমান, ৩৫ তম বিসিএস ক্যাডার।

শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

যেমন হবে বার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি

ক্যারিয়ারে অগ্রগতির বড় শক্তি নেটওয়ার্কিং

মেডিকেল ভর্তি: প্রস্তুতির সঠিক কৌশল

চাকরিপ্রার্থীদের শেখার আগ্রহ থাকতে হবে

চাকরির পাশাপাশি ব্যবসা শুরুর ৫ ধাপ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েও বিসিএস দিলেন?

আইনে পড়ার ভবিষ্যৎ

প্রথমবার টিম লিডার হলে যেভাবে সহকর্মীদের সামলাবেন

বিসিএসের নমুনা ভাইভা: সিভিল সার্ভেন্ট কারা?

সঞ্চয়ের জাপানি পথ ‘কাকেবো’ পদ্ধতি