হোম > ইসলাম

আল্লাহর অতি প্রিয় ১২ আমল

ইসলাম ডেস্ক 

প্রতীকী ছবি

একনিষ্ঠভাবে করা প্রতিটি ভালো কাজই আল্লাহর কাছে প্রিয়। তবে হাদিস শরিফে নির্দিষ্টভাবে কিছু আমলের ব্যাপারে বলা হয়েছে, যেগুলো আল্লাহর অধিক প্রিয়।

হাদিসের আলোকে এখানে সেসব আমলের কথা তুলে ধরা হলো:

১. আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা। এটিই ইমানের প্রথম ধাপ।

২. তাঁর পথে লড়াই করা। আল্লাহর দেওয়া জীবনবিধান বাস্তবায়নের জন্য নিরন্তর সংগ্রাম করা আল্লাহর অত্যন্ত প্রিয় কাজ।

৩. যথাযথ নিয়মে হজ আদায় করা। যাদের সামর্থ্য আছে, তাদের জন্য মক্কায় গিয়ে হজ আদায় করা ফরজ।

৪. সময়মতো নামাজ আদায় করা। নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত।

৫. মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করা। শিরকের পর সবচেয়ে জঘন্য কাজ হলো মা-বাবার অবাধ্যতা। তাই তাদের প্রতি সদাচার আল্লাহর প্রিয় কাজ।

৬. অন্যান্য ফরজ ইবাদত। ফরজ ইবাদতই মুমিনের প্রথম কাজ, যা আদায় না করলে আল্লাহ শাস্তি দেবেন।

৭. নিয়মিত আমল করা। একদিন বেশি করে নফল ইবাদত করার পর কিছুদিন একেবারেই না করার চেয়ে অল্প অল্প প্রতিদিন করতে থাকা আল্লাহর কাছে প্রিয়।

৮. অধিকহারে আল্লাহর জিকির করা। আল্লাহর বান্দাদের মুখে আল্লাহর স্মরণ তাঁকে আনন্দ দেয় এবং তিনি অনেক খুশি হন।

৯. অন্যের উপকার করা। সৃষ্টির প্রতি দয়া করা এবং মানবতার সেবা করা আল্লাহর অনুগ্রহ লাভের মাধ্যম।

১০. খাবার খাওয়ানো। ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া মানবিকতার অন্যতম দিক। তাই এটি আল্লাহর প্রিয় কাজ।

১১. পরিচিত-অপরিচিত সবাইকে সালাম দেওয়া। সালাম আন্তরিকতা ও সৌহার্দ্য বাড়ায়।

১২. মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। মানুষকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান এবং তা থেকে বিরত থাকলে তিনি খুশি হন।

আরও খবর পড়ুন:

ফেরেশতারা যে ৫ ব্যক্তির জন্য দোয়া করেন

আজকের নামাজের সময়সূচি: ০৫ জানুয়ারি ২০২৬

তাবলিগের তিন দিনব্যাপী খুরুজের জোড় সম্পন্ন

শীতের দিনে নাক দিয়ে জমাট রক্ত এলে অজু ভাঙবে?

আজকের নামাজের সময়সূচি: ০৪ জানুয়ারি ২০২৬

কবর জিয়ারতের নিয়ম ও দোয়া

আজকের নামাজের সময়সূচি: ০৩ জানুয়ারি ২০২৬

সম্মাননা পাগড়ি পাচ্ছেন ১৩০০ হাফেজ আলেম ও মুফতি

জুমার দিন আগে আগে মসজিদে গেলে যে সওয়াব

ইনসাফ—রাজনৈতিক নৈতিকতার মেরুদণ্ড