হোম > ইসলাম

সুইডিশ ভাষায় এক লাখ কপি কোরআন বিতরণ করবে কুয়েত

ইসলাম ডেস্ক

সুইডিশ ভাষায় এক লাখ কপি কোরআন বিতরণের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটির প্রধানমন্ত্রী শেখ আহমেদ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ গত সোমবার (১০ জুলাই) কোরআন মুদ্রণ ও প্রকাশনা বিভাগকে এ কাজের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি সুইডেনে মসজিদের সামনে কোরআন পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে এই ঘোষণা দিয়েছে দেশটি।

মানুষের মধ্যে ইসলামি মূল্যবোধ ও পারস্পরিক সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় দেশটির বার্তা সংস্থা কেএনএ। দেশটির কোরআন মুদ্রণ ও প্রকাশনা কর্তৃপক্ষের প্রধান ড. ফাহাদ আল-দাইহানি সুইডিশ ভাষায় কোরআনের অনুবাদ ছাপানোর কাজ চলছে জানিয়ে বলেন, কুয়েতের ওয়াক্‌ফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত প্রক্রিয়ায় পবিত্র কোরআনের কপিগুলো সুইডেনে বিতরণ করা হবে।

ড. ফাহাদ আরও জানান, ইসলাম ধর্মের সহনশীল ভাবনা, ইসলামি মূল্যবোধ, ইতিবাচক মনোভাবের প্রসার এবং পারস্পরিক সহাবস্থানের ওপর জোর দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়। তা ছাড়া সবার মধ্যে শান্তি, সম্প্রীতি ও ভালোবাসা ছড়িয়ে দেওয়া এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

উল্লেখ্য, গত ২৮ জুন ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে সালওয়ান মোমিকা নামের এক ইরাকি যুবক ও তার সহযোগী ঘোষণা দিয়ে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। ‘মতপ্রকাশের স্বাধীনতা’র অজুহাতে তাদের এই কাজের অনুমতি দেন সুইডেনের একটি আদালত। অবশ্য মুসলিম দেশগুলোর তীব্র নিন্দার মুখে ঘটনার চার দিন পর সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘ইসলামবিদ্বেষ’ আখ্যায়িত করে এর নিন্দা জানায়। 

সূত্র: কুয়েত টাইমস

জমাদিউস সানির দ্বিতীয় জুমা: মুমিনের করণীয়

মসজিদগুলো হয়ে উঠুক শিশুবান্ধব

ফুটপাতে পথশিশুদের হিমশীতল রাত

ফরজ গোসলের সময় নারীদের চুল ধোয়ার বিধান

শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামার হারিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়

আজকের নামাজের সময়সূচি: ০৫ ডিসেম্বর ২০২৫

দাওয়াতুল হকের মারকাজি ইজতেমা শনিবার

একের পর এক ভূমিকম্প মুমিনকে যে সতর্কবার্তা দিয়ে যাচ্ছে

স্ত্রীর সঙ্গে ভালোবাসার গভীরতা বাড়াবে যে সুন্নাহ

আজকের নামাজের সময়সূচি: ০৪ ডিসেম্বর ২০২৫