আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত শহর গজনি দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। স্থানীয় একজন আইনপ্রণেতা আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে এমনটি জানিয়েছেন।
প্রাদেশিক কাউন্সিলের প্রধান নাসির আহমাদ ফাকিরি বলেন, তালেবান শহরের গুরুত্বপূর্ণ এলাকা দখলে নিয়েছে। সরকারি অফিস, পুলিশ হেডকোয়ার্টার এবং কারাগারও দখলে নিয়েছে তালেবান সদস্যরা।
এএফপির প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহে ১০ প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান।
এদিকে গতকাল বুধবার মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে দেশটির একজন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আফগানিস্তানের রাজধানী কাবুলকে ৩০ দিনে বিচ্ছিন্ন এবং ৯০ দিনের মধ্যে দখলে নিতে পারে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী তালেবান।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তালেবানরা যেভাবে দেশজুড়ে প্রভাব বিস্তার করতে শুরু করেছে তাতে কাবুল কত দিন টিকে থাকতে পারে সেই বিষয়ে নতুন করে পর্যালোচনা করেছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালেবানের বিরুদ্ধে আফগান নেতাদের লড়াই করার জন্য আহ্বান জানিয়েছেন।