হোম > বিশ্ব > ভারত

এমপি আনোয়ারুল হত্যাকাণ্ড: রিমান্ড শেষে সিয়ামকে কারাগারে পাঠাল বারাসাত আদালত

কলকাতা সংবাদদাতা 

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার অন্যতম আসামি সিয়াম হোসেনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন বারাসাত স্পেশাল কোর্ট। আগামী ৫ জুলাই পরবর্তী হাজিরার দিন ধার্য করা হয়েছে। 

আজ শনিবার ১৪ দিনের রিমান্ড শেষে (সিআইডি হেফাজত) সিয়ামকে বারাসাত স্পেশাল কোর্টে হাজির করা হলে, সিআইডি কাছে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান স্পেশাল কোর্টের বিচারপতি। সবকিছু শোনার পর বিচারক কারাগারে পাঠানো নির্দেশ দেন। তদন্তের স্বার্থে প্রয়োজনে জেলে গিয়ে সিয়ামকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিআইডি। 

৭ জুন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল বনগাঁ এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। সিয়ামের বাড়ি বাংলাদেশের ভোলা জেলার বুরহাদ উদ্দিন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে। তাঁর বাবা আলাউদ্দিন বালি। 

৮ জুন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিয়ামকে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত জেলা ও দায়রা আদালতে তোলা হয়। মামলাটি ওঠে আদালতের ভারপ্রাপ্ত মুখ্য বিচারক সংগীতা লেটের এজলাসে। তদন্তের অগ্রগতির জন্য বিচারপতি ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন। 

অভিযুক্ত সিয়ামের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৪ (হত্যার উদ্দেশ্যে অপহরণ), ৩০২ (অপরাধমূলক নরহত্যা), ২০১ (তথ্যপ্রমাণ লোপাট) এবং ৩৪ (সংঘবদ্ধভাবে অপরাধমূলক কাজ সংঘটিত করা)—এই চার জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে। 

এর আগে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জিহাদ হাওলাদার নামে একজনকে গ্রেপ্তার করে সিআইডি। 

গত ১৩ মে সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে খুন করা হয়েছিল বলে অভিযোগ। মনে করা হচ্ছে, সংসদ সদস্য খুন ও লাশ গুমের কাজে যুক্ত ছিলেন এই সিয়াম। নিউ টাউনের অভিজাত ওই সঞ্জীবা গার্ডেনের যে সিসিটিভি ফুটেজ সামনে আসে, সেটিতেও সিয়ামকে দেখা যায়। এই ঘটনায় বাংলাদেশ পুলিশের হাতে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করেও সিয়ামের বিষয়টি সামনে আসে।

এই সম্পর্কিত আরও পড়ুন:

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা